![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতার মাসে বাংলাদেশের স্বার্বভৌমত্ব ও ক্রিকেটার পেসার রুবেল হোসেনকে নিয়ে ঔদ্ধর্ত্যপূর্ন মন্তব্য করেছেন পাকিস্তানি ক্রিকেটার নাসির জামসেদ।
বাংলাদেশি টাইগাররা ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করার পর সারাদেশে যখন আনন্দের বন্যা বইছিল ঠিক ওই মুহূর্তে পাকিস্তানি ওই ক্রিকেটার তার টুইটারে এ বাজে মন্তব্য করেন।
তবুও আমরা পাকিস্থানের মায়া ছাড়তে পারিনা.... ছিঃ ছিঃ নির্লজ্জ জাতি
২| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:১২
সৌভিক ঘোষাল বলেছেন: বাংলাদেশের অসামান্য জয় এবং শেষ আটে চলে যাওয়ায় আমরা পশ্চিমবঙ্গের মানুষজনও ভীষণ আনন্দিত। রাস্তা দিয়ে হেঁটে আসার সময় দেখছিলাম লোকজন টিভির সামনে ভীড় করে দাঁড়িয়ে খেলা দেখছেন, বাংলাদেশ জয়ের যত কাছে আসছে ততই আবেগে উচ্ছ্বাসে ভাসছেন। অনেকে দেখলাম ছোট্ট একটা দোকানে রেডিও কানে শনছেন। পাশে আর একজন। হঠাৎ বিরাট উল্লাস। দাঁড়িয়ে বুঝলাম ইংলণ্ডের উইকেট পড়েছে একটা। সত্যি খুব খুব ভালো লেগেছে বাংলাদেশের এই জয়।
বাংলাদেশের এই জয় আরো বেশি আনন্দের কারণ বিপক্ষের খারাপ খেলার বিনিময়ে নয়, নিজেদের অসামান্য ক্রীড়া দক্ষতার পরিচয় দিয়ে এই জয় এসেছে। ব্যাটিং ভালো হয়েছে। প্রথম বাংলাদেশের হয়ে কেউ বিশ্বকাপে শতরান করলেন। ২৭৫ তোলার পর বোলারদের সামনেও চ্যালেঞ্জ ছিল রানটা ডিফেন্ড করার। সেটা তারা ভালোভাবেই করেছেন। ৩৫ থেকে ৪৫ ওভারে ইংলন্ড ম্যাচটা ঘোরানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষের দিকে মানসিক চাপটা অতিক্রম করে বাংলাদেশ জিততে পেরেছে এটা বড় দিক।
বাংলাদেশ গ্রুপে তৃতীয় হয়ে উঠুক এটা চাইবো। ভারত বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে দেখা হোক এটা চাইবো না। বাংলাদেশ এর সবাইকে অভিনন্দন আনন্দের মুহূর্তে।
৩| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৩
পুরান লোক নতুন ভাবে বলেছেন: শুধু পাকি না ভারতীয়দের দালালও অনেক আছে!! দুইটা দেশের শত্রু!!
৪| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৯
বাংলা ৩য় পত্র বলেছেন: @মাসূদ রানা
Nasir Jamshed তার আরো ২টা টুইটে বলেছেনঃ
"Bangladesh celebrating like they win 1971 war! And this time they do without India help."
"I actually learn English from Bengali teacher"
এর উত্তরে আপনি কী বলবেন? "এগুলোও তো ভুল বলেনি" তাই?
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৪
মাসূদ রানা বলেছেন: @বিজয় দত্ত
নাসির জামসেদ তো ভুল কিছু বলেন নি ভায়া ............।
পৃথিবীতে এমন কোন ক্রিকেট টিম খুজে পাওয়া যাবে না যারা ধর্ষনকারীর মত একজন জঘন্য নারী নির্যাতনকারীকে [ যে অপরাধের শাস্তি স্বরুপ কিছুদিন পূর্বেও ভারতীয়রা একজন জেল থেকে বের করে এনে হত্যা করে ] ক্রিকেট টিমে সংযুক্ত করেছে !! আমরা বাংগালীরাই সে জাতি, যারা আমাদের মা বোনকে ধর্ষনের মত জঘন্য অপরাধ সংঘটনকারীকে নিয়েও উল্লাস করতে লজ্জিত হই না .........। সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করুন ।