| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাইলেই কি কবি হওয়া যায়
কবির স্বীকৃতি কে দেয়
চাইলেই কি লেখক হওয়া যায়
লেখক হতে গেলে লিখতে হয়
গাইতে গাইতে যদি গায়েন হওয়া যায়
তবে লিখতে লিখতে একদিন লেখক হওয়া যায়
লিখতে পারলেই যদি লেখক হওয়া যেত
তবে মুহুরি হয়ে উঠত লেখক
সাংবাদিক হয়ে যেত খ্যাতিমান লেখক ।
কবি হতে চাইলে পাঠক হও আগে
লেখক হতে চাইলে পাঠক হও আগে
পরীক্ষায় লেখার জন্য পাঠক না
বরং লেখক হয়ে ওঠার পাঠক হও ।
০১ লা জুন, ২০২০ রাত ১২:৫৫
বিজয় নিশান ৯০ বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য
২|
৩১ শে মে, ২০২০ বিকাল ৫:১১
মীর আবুল আল হাসিব বলেছেন:
একটুখানি লেখা কিন্তু ভাবর্থ অনেক।
০১ লা জুন, ২০২০ রাত ১২:৫৬
বিজয় নিশান ৯০ বলেছেন: জানিনা কি লিখতে পারলাম
৩|
৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
খায়রুল আহসান বলেছেন: আপনার সাথে আমি একমত। ভাল লেখক হতে হলে আগে অবশ্যই ভাল পাঠক হতে হবে। এর কোন শর্টকাট পথ নেই।
চাইলেই কবি হওয়া যায় না। আমার ব্যক্তিগত বিশ্বাস, চাইলেই কবিতা লেখা যায় না, যদি কবিতা না 'আসে'।
০১ লা জুন, ২০২০ রাত ১২:৫৯
বিজয় নিশান ৯০ বলেছেন: লেখালেখি সৃষ্টিকর্তা প্রদত্ত বিশেষ প্রতিভা বলে মনে হয় । যা চর্চার মাধ্যমে প্রতিভাত হয় ।
৪|
৩১ শে মে, ২০২০ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০১ লা জুন, ২০২০ রাত ১:০০
বিজয় নিশান ৯০ বলেছেন: সুন্দর কিনা জানি না তবে সহজ সরল
৫|
২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৮
খায়রুল আহসান বলেছেন: আপনার আর লেখা কোথায়? আরো বেশি করে লিখুন, লিখতে চেষ্টা করুন।
২৮ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭
বিজয় নিশান ৯০ বলেছেন: আমি খুব বেশি লিখতে পারি না
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০২০ বিকাল ৪:৫৩
শায়মা বলেছেন: মানুষ না চাইলে কিছুই হতে পারে না ভাইয়া।
মানুষের সকল কাজের পিছে প্রধান উৎস বা প্রেরনা তার চাওয়া।
মুহুরী আর লেখকের তুলনা করো না মুহুরী মুহুরী হতে চায় বলেই সে মুহুরী আর লেখক লেখক হতে চায় বলেই সে লেখে। মুহুরীর লেখা না সাহিত্যের লেখা।