| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিক্ষুব্ধ জনতা
আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।
নাহ!!!আর পারলাম না!
বেশ কিছুদিন থেকে লিখবো লিখবো ভাবছি কিন্তু এর আগে রাজশাহী শহর নিয়ে একটা পোস্ট লেখার কারনে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছিলো,তাই লিখতে চাচ্ছিলাম না!
কিন্তু না লিখেও মানসিক শান্তি পাচ্ছিলাম না,তাই লিখতে বসা।
।
।
#রাজশাহীর_আকাশে_বাতাশে_আজ_একি_সুগন্ধ!
শিক্ষা কিংবা চাকরি যাই বলেন না কেন,রাজশাহী শহরের বসবাস করার মত শান্তি আর কোন শহরে আছে কিনা আমি জানি না।আমাকে অন্য কোন শহরে থেকে চাকরি করে যে বেতন দিতে চাইবে তার চেয়ে যদি ৫-৭হাজার টাকা কম দিয়েও রাজশাহীতে কাজ করার অফার করে আমি দ্বিতীয়টাই গ্রহন করবো এতে কোন সন্দেহ নাই।
কিন্তু,ইদানিং রাজশাহী শহরে ঘোরাঘুরি করা মুশকিল হয় পড়েছে!না,আগের মত বলবো না যে রাজশাহীর মানুষ খারাপ।
এবার বলবো রাজশাহী শহরের পরিবেশ নিয়ে।
আসুন আগে একটু গল্প করে নিই,
মনে করুন দুই বন্ধু রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় কোন একটা বিষয় নিয়ে প্রাণ খুলে হাসছেন,এমন সময় আপনার হাসির মধ্যে দিয়ে পেটে প্রশাবের গন্ধ ঢুকে গেলো!কেমন লাগবে ব্যপারটা!!!
কিংবা মনে করুন,পদ্মার পাড়ে সন্ধ্যায় বন্ধু-বান্ধবী অথবা ছোট ভাইদের সাথে আড্ডা দিচ্ছেন।এমন সময় গাঁজা নামক একটা মাদকের গন্ধে আপনাদের নাক বন্ধ হয়ে গেলো!তাহলেও কেমন লাগবে বিষয়টা!!!
এবার মনে করা বাদ দিয়ে বাস্তবে আসুন,
রাজশাহী শহরের চলাচল করার সময় এমন সমস্যার সম্মুখিন হননি,এমন মানুষ খুব কম পাওয়া যাবে।
জায়গাগুলো কিন্তু কোন চিপা-চোপায় নয়!রাজশাহী কলেজ গেটের পূর্ব পার্শ্বে অথবা বরেন্দ্র জাদুঘরের মোড়ের দক্ষিণ-পূর্ব কোণে গেলেই প্রশাবে সুগন্ধটা পেয়ে যাবে।আবার পদ্মার পাড়ে (লালন শাহ পার্ক কিংবা শিমলা এলাকা গেলে) গাঁজার গন্ধটা চিনতে পারবেন!
এখানে হয়ত দুই-একটি জায়গার কথা উল্ল্যেখ করলাম কিন্তু বাস্তবে এমন জায়গা রাজশাহী শহরে অনেক আছে।যারা শহরে একটু ঘোরাঘুরি করেন বা বিকেলে সময় কাটানোর জন্য পদ্মার পাড়ে যান (বিশেষ করে ছাত্র-ছাত্রীগণ) তারাই বিষয়টা বেশি লক্ষ্য করবেন হয়ত।
এগুলোর জন্য কারা দায়ী সেটা আমি বলবো না,তবে প্রশাসনের উচিত এগুলোর দিকে নজর দেওয়া।
রাজশাহীর পরিবেশ যেন সত্যিকারের সুগন্ধে ভরে উঠে এমনটাই কামনা করি।প্রাণ খুলে শ্বাস নিবে রাজশাহীর বাসিন্দারা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৮
বিক্ষুব্ধ জনতা বলেছেন: জ্বি ভাই,খুব শান্তির জায়গা।কিন্তু এমন সমস্যার সমাধান না হলে সেই শান্তি আর থাকবে না মনে হয়!!!
২|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
প্রামানিক বলেছেন: আহারে শান্তি!!! গ্রামে গিয়েছিলাম সেখানেও দেখি শান্তির মা মারা গেছে!!!!
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭
বিক্ষুব্ধ জনতা বলেছেন: শান্তির মা-বাপ সব মারা যাচ্ছ.।.।!
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
নাভিদ কায়সার রায়ান বলেছেন: শান্তিতে আছেনরে ভাই। ঢাকায় থাকলে গন্ধ? না যে আছে সেটাই ভুলে যেতেন। রাজশাহী বেড়াতে গিয়েছিলাম অনেক আগে। শান্তির জায়গা।