![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।
আপনার জীবনের এ পর্যন্ত অর্জন কি?পরিবারের আশা-আকাঙ্খা কতটুকু পূরণ করতে পেরেছেন আপনি?
প্রশ্নগুলো প্রায় মনে আসে রফিক সাহেবের!আজকে হঠাৎ করে আমাকেও প্রশ্নগুলো করে বসলেন!
ভাই,আমি তো এমনভাবে কোনদিন ভাবিনি!
না ভাবলে চলবে হাবিব ভাই...জীবনে কি অর্জন করলেন সেটা তো হিসেব করতে হবে,নাকি?
আমাকে “হাবিব” নামে ডাকার মানুষ দিনদিন কমে যাচ্ছে!আসলে এই নামটা হঠাৎ করে চলে এসেছে!কলেজ লাইফে এক প্রিয় স্যার “হাবিবুর রহমান” নামকে সংক্ষেপে “হাবিব” নামে ডাকতেন।সেই থেকেই অনেকেই এইনামে ডাকে।অনেকের মধ্যে রফিক সাহেবও একজন।যিনি আজকেও এই নামেই আমাকে চেনেন।
রফিক সাহেবের প্রশ্নের উত্তরে আমি “হুম” শব্দটা মুখ থেকে পুরোটা বের না করেই চায়ের কাপে চুমুক দিলাম।
যখন সঠিক কোন উত্তর জানা থাকে না তখন আড্ডাটা এগিয়ে নেওয়ার মত এই একটা শব্দই প্রয়োগ করি ইদানিং।
নাহ্!ইদানিং চায়ের কাপে চুমুক দিলেও কেমন জানি তিতা লাগে!রফিক সাহেবকে এ কথা বলতেই তিনি তার জীবন কাহিনী শুরু করলেন...
বুঝলেন হাবিব ভাই,
আমাকে নিয়ে আমার পরিবারের অনেক আশা-আকাঙ্খা ছিলো,বোধ করি এখনও রয়েছে।চারিপাশে এত এত সফল মানুষের মাঝে আমাকেই উনারা ব্যার্থ হিসেবে জানেন!
কিন্তু চারিপাশে আরো কত ব্যার্থ মানুষ রয়েছে সেটা তো তারা না জানলেও আমি জানি।
জগতে ব্যার্থরাই,ব্যার্থদের খবর রাখে।এদের মধ্যে বোঝাপোড়াটাও ভালো হয়!
একটা কথা এখন খুব অনুধাবন করি হাবিব ভাই,
এই পৃথিবীতে মধ্যম সারির মানুষের কোন অর্জন নেই,যা কিছু অর্জন তার সবই উচ্চ সারির এবং নিম্ন সারির মানুষগুলোর।উচ্চ সারির মানুষেরা টাকার বিনিময়ে সবকিছু অর্জন করে আর নিম্ন সারিরগুলো কঠোর পরিশ্রম করে।
(অসম্পূর্ণ)
©somewhere in net ltd.