![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।
রাত ৩টার পরে অর্থ্যাৎ মধ্য রাতের পরের সময়টা আমার মনে অদ্ভুত পাগলাটে অনুভূতির সৃষ্টি করে।শান্ত,নিঝুম ও মায়াময় নিস্তব্ধতার ছোঁয়া রয়েছে এসময়।এই সময়টাতে কেন জানি খালি পায়ে বিস্তৃণ মাঠের মাঝ দিয়ে বয়ে চলা ধুলো পাখা কোন গ্রাম্য পথে হাঁটতে ইচ্ছে করে।কিন্তু আধুনিক বিশ্বে উন্নয়নের ছোঁয়ায় ধুলো মাখা পথে হাঁটার সে উপায় বা সুযোগ তো হারিয়ে যাচ্ছে!তাই এখন আর সেটা হয়ে উঠেনা।আগে যখন হেঁটেছি তখন এমন কোন উপলব্ধি নিয়ে হাঁটা হয়নি হয়ত!
.
এই সময়টাতে অন্ধকার ঘরে চোখ বন্ধ করে শুয়ে থাকতেও কিন্তু মন্দ লাগে না।মশাদের অপরিবর্তনীয় সুরের গুণগুণ গান,কাঠের টেবিলে ঘুণেপোকার কুটুর কুটুর শব্দ আর মাঝে মাঝে পাশের হাইওয়ে রাস্তা দিয়ে দ্রুত গতিতে শোঁ করে ছুটে চলা গাড়ির শব্দ।মনোযোগ দিয়ে যখন এগুলো শুনি তখন আরো একটি শব্দ অনুভব করি।নিজের নাক দিয়ে বের হওয়া নিঃশ্বাসের শব্দ।
.
জানেন,এই গভীর রাতে নিজের শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনতেও অসাধারণ লাগে............!এই অবস্থায় হঠাৎ মনে হয় আমার ভেতরটাও হয়ত ঐ টেবিলের ঘুণে পোকার মত কেউ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে!আর ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই মশাদের মত গুণগুণ গান!
.
ঠিক তখন মনে হয়,নাহ্!
রাতজাগাটা মনে হয় বৃথা গেলো না!
.
কি অদ্ভুত পাগলাটে ভাবনা তাই না...!
.
৪-০২-২০১৪
রাত-৪ঃ১৪
©somewhere in net ltd.