![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।
৫২,৬৯,৭১ দেখেও কি আমরা শিক্ষা নিতে পারিনা যে একসঙ্গে মরতে না জানলে কোন ফল পাওয়া যায় না!
বর্তমানে বাংলাদেশ যে অবাধ চুরি-ডাকাতি-হত্যা-গুম হচ্ছে তার জন্য একক ভাবে যিনিই প্রতিবাদ করছেন তিনিই হাওয়া হয়ে যাচ্ছেন।যার সর্বশেষ শিকার তথ্য প্রযুক্তিবিদ তানভির হাসান জোহা।
কিন্তু এভাবে একা একা প্রতিবাদ করে অন্যায়কারীদের কিছুই করা যাবে না,শুধুমাত্র যিনি প্রতিবাদ করবেন তিনি হারিয়ে যাবেন।
কেন্দ্রীয় ব্যাংক থেকে এত বিপুল পরিমাণ টাকা চুরি যাওয়ার পরেও এদেশের অর্থমন্ত্রী এত নির্ভার হয়ে চলাফেরা করতে পারছেন দেখে আমি অবাক!আমরা শুধু কাগজে-কলমেই উন্নত বিশ্বের সাথে তাল মেলানোর চেষ্টা করছি,কিন্তু মানসিকতা উন্নত করতে পারছি না।উন্নত বিশ্বের কোন দেশে যদি এমন ঘটনা ঘটত তাহলে এতক্ষণ অর্থমন্ত্রীসহ সরকারের ঘুম হারাম করে দিতো দেশের সাধারণ জনগণ।বিক্ষোভে উত্তাল হয়ে পড়ত রাজধানীসহ সারা দেশ।
কিন্তু আমরা..!
কিছুই করছি না,মনে হচ্ছে এগুলো আমাদের কোন টাকা নয়!
এর বিরুদ্ধে শুধু জোহা নয় বরং জোহার বক্তব্যের সাথে সাথে যদি আরো একশজন এমন বক্তব্য দিতো এবং এই বক্তব্যের সমর্থনে যদি জনগণ সরকারের কাছে কৈফিয়ত চাইতে রাস্তায় নামতে পারত তাহলে হয়ত জোহাকে আজ নিখোঁজ হতে হতো না!
বাঙালী মরবে কিন্তু একসঙ্গে মরতে পারবে না!!!আজকে জোহা নিখোঁজ,কালকে আপনি কোন অন্যায়ের প্রতিবাদ করে আপনিও নিখোঁজ হওয়ার প্রস্তুতি নিন।
বাঙালী মরুক,তবে একা একা।কোন ফল ছাড়া!!!
২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫
বিক্ষুব্ধ জনতা বলেছেন: তাই বলে তো চুপ থাকতে পারা যায় না!
এ ভাবে চলতে থাকলে নিজের জন্ম পরিচয়ও চুরি হয়ে যাওয়ার সম্ভবণা রয়েছে।
২| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৫
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার,
একটা প্রতিবাদ চাই
উত্তাল সমুদ্রের মত।
৩| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাঙালী মরুক,তবে একা একা।কোন ফল ছাড়া!!!
সহমত ভ্রাতা... চমৎকার!!
৪| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২
বিজন রয় বলেছেন: মরবে মরবে, সময় হোক।
২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫
বিক্ষুব্ধ জনতা বলেছেন: সেই সময় কবে হবে!!!
যেদিন নিজের জন্ম পরিচয় চুরি হয়ে যাবে সেদিন???
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০০
সোজোন বাদিয়া বলেছেন: আপনি আজ যার জন্য মরবেন, সেই যে কালকে আপনার চামড়া ছাড়িয়ে ডুগডুগি বাজাবে না, তার নিশ্চয়তা ক? আজ একটা কবিতাও পোস্ট করেছি বিষয়টা নিয়ে। দুঃখিত হতাশাবাদী কথা বলার জন্য।