![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।
মাথাটা কেমন ভারী হয়ে ঝিম ধরে আছে।
প্রথমে মনে করেছিলাম হাল্কা বৃষ্টি মাথায় পড়ার ফলে এমন হয়েছে হয়ত!
কিন্তু না,পরক্ষণেই মনে হলো,
এই ছোট মাথাতে কত কত চিন্তার বসতী!কোন কোন চিন্তা আবার নিজের স্থায়ী ঠিকানা করে নিয়েছে এই মগজে!
শৈশবের চিন্তা-কৈশোরের চিন্তা,সমাজের চিন্তা-দেশের চিন্তা,পড়ার চিন্তা-পরীক্ষার চিন্তা,নারীর চিন্তা-টাকার চিন্তা,কতশত চিন্তা!আছে নিজ পরিবারের চিন্তাও।
আচ্ছা তনু হত্যার বিচার হবে তো!আমার মনে হয় হবে না!কারণ এই দেশে সাধারণ মানুষের স্বার্থে কোন বিচার হয় না।
মনে আছে!
সাগর-রুনি;র হত্যার বিচার আমরা পায়নি,পায়নি টিএসসিতে নারী লাঞ্চিতের বিচার।
শেয়ার বাজার লুটের বিচার পায়নি,হয়নি ব্যাংক ডাকাতের বিচার।
এমন হাজারো বিচার তদন্তের চাপে পিষ্ট হয়ে মৃতপ্রায়!
এখানে বিচার হয় ফেসবুকে ব্যাঙ্গাত্নক ছবি দিলে,সরকার বিরোধী কথা বললে!
বিচার হয়না নারীর শরীর ভোগের,দেশের স্বার্থবিরোধী কর্মকান্ডের।
আচ্ছা,
যে মেয়েটা নিজ ইচ্ছায় একটি ছেলের নিকট নিজের সতীত্ব বিসর্জন দিয়ে যাচ্ছে শুধুমাত্র এক মাসের পরিচয়ে,সেই মেয়েটি কি বাসর ঘরে গিয়ে ঐ ছেলেটির কথা মনে করবে!
যে ছেলেটি শারীরিক চাহিদা পূরণে একটি মেয়ের শরীর ভোগ করছে,সেই ছেলেটি কি জেনে-শুনে সতীত্ব হারানো অন্য মেয়েকে বউ বানাতে পারবে!
আবার চিন্তা হয়,
যে মেয়েটা রাতের পর রাত একটি ছেলের সাথে ফোনে কথা বলে আবার দিনে আরেকজনের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে সে কি কখনও চোখ বন্ধ করে এগুলো ভাবে!ভাবলে কি তার চেহারা পরিবর্তন হয় নাকি আরো উজ্জ্বল বর্ণ ধারণ করে!
কখনও কখনও মনে হয়,আমিও তো আসামী!
লুটের আসামী,ডাকাতির আসামী,হত্যার আসামী,মিথ্যা আশ্বাসের আসামী!
আমিও তো একটা পুরুষ,
আমারো তো রয়েছে শারীরিক,জৈবিক ও অর্থনৈতিক চাহিদা!
©somewhere in net ltd.