![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।
গতকালের ব্রেকিং নিউজ হচ্ছে,রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর বেতন দ্বিগুন করা হয়েছে।
ইহা খুবই উপযুক্ত পদক্ষেপ,কারণ তাহারা দুজন দেশের সর্বোচ্চ কর্তাব্যাক্তি!
তাদের অনেক পরিশ্রম করতে হয়!সো,তাদের বেতন বাড়বে এতে কারো আপত্তি থাকার কথা নয়!আমারও নাই!!!
কিন্তু আমার আপত্তি অন্য জায়গায়।
সদ্য অনার্স পাশ করা একটি ছেলের BCS পরীক্ষা দেওয়ার 'আবেদন' করতে কেন ৭৩০ টাকা লাগবে?বেসরকারী শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দেওয়ার 'আবেদন' করতেও কেনই বা ৩৫০ টাকা লাগবে?
দেশের সকল শুশিল সমাজ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ তাদের নিজ নিজ স্বার্থে বিভিন্ন পণ্যের ও সেবার মূল্য মওকুফ বা কমানোর জন্য দাবী করে থাকেন।সেই দাবী কখনও কখনও সাধারণ মানুষের জন্যেও হয়ে থাকে কিন্তু সদ্য 'বেকার' খেতাব পাওয়া লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের এই সমস্যাটি তাদের চোখ এড়িয়ে যায়!
মধ্যবিত্ত বা গরিব ঘরের সন্তানরা অনেক কষ্ট করে অনার্স/ডিগ্রি শেষ করে যখন চাকরির বাজারে অবতির্ণ হন,তখন তাদের অহেতুক এসব ব্যায়ের সম্মুখিন হতে হয়!
একজন শিক্ষার্থী চাকরির জন্য শুধুমাত্র পরীক্ষা দিবে,
সেই পরীক্ষায় যদি টিকে তাহলে তাকে ভাইবা নামক 'ফাঁদ' পার হয়েই চাকরিতে জয়েন করতে হবে।তখন তার সেই টাকার কথা মনে থাকবে না!কিন্তু যদি প্রাথমিক পরীক্ষায় না টিকে তাহলে তার পুরো টাকাটাই 'ভোগে' যাবে!আবারো আরেক পরীক্ষার জন্য টাকা দিয়ে আবেদন করতে হবে!
আমার প্রশ্ন,কেন এই টাকার খেলা!!!
আবেদন করতে যদি টাকাই দেওয়া লাগবে তাহলে আমরা কোন উন্নত দেশের দিকে যাচ্ছি!যেখানে অনেক উন্নত দেশে 'বেকার ভাতা' দেওয়ার নিয়ম প্রচলিত রয়েছে!
টাকা যদি একান্তই নেওয়া লাগে তাহলে প্রাথমিক পরীক্ষায় পাশ করার পরে/টিকে যাওয়ার পরে নেওয়া হোক।তাতে অন্তত আরো কিছু ছেলে মেয়ে সরকারী চাকরির মত 'উচ্চ শ্রেণীর' চাকরির প্রাথমিক পরীক্ষা বসায় সুযোগ পাবে।
০৫ ই মে, ২০১৬ রাত ১০:১৬
বিক্ষুব্ধ জনতা বলেছেন: এমনিতে এসব বন্ধ হবে না।
২| ০৫ ই মে, ২০১৬ দুপুর ২:৩৪
মানবী বলেছেন: ন্যায্য দাবী তবে এই আর্তনাদের খুব বেশি সাড়া কেউ দিবেনা।
আমরা নিজেরা ভুক্তভোগী নাহলে সাধারনত অপরের আর্তনাদে তেমন বিচিত হইনা....
সচতনতামূলক পোস্টের জন্য ধন্যবাদ।
০৫ ই মে, ২০১৬ রাত ১০:১৯
বিক্ষুব্ধ জনতা বলেছেন: মূল্যবান মতামতের জন্য আপনাকেও ধন্যবাদ।
৩| ০৫ ই মে, ২০১৬ দুপুর ২:৩৫
অস্তিত্বহীন বলেছেন: বাড়তি বেতনের টাকা আসবে কোথা থেকে?
০৫ ই মে, ২০১৬ রাত ১০:২৭
বিক্ষুব্ধ জনতা বলেছেন: বাড়তি বেতনের টাকা আয়ের জন্য সদ্য বেকার খেতাব পাওয়া ছেলে-মেয়ের উপর চাপ দিতে পারে না সরকার।
৪| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:২৭
আহমেদ জী এস বলেছেন: বিক্ষুব্ধ জনতা,
তেমন করে ভেবে দেখলে সরকারী চাকুরীর আবেদন করতে কোনই আর্থিক লেনদেনের ব্যাপার থাকা উচিৎ নয় যেখানে বেকার ভাতার কোনই সুযোগই নেই ।
০৫ ই মে, ২০১৬ রাত ১০:২৮
বিক্ষুব্ধ জনতা বলেছেন: হ্যাঁ,সরকারের উচিত এসব চাকরির আবেদনের প্রক্রিয়া ফ্রি করে দেওয়া।
৫| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৭
এখওয়ানআখী বলেছেন: এটা আর্তনাদ---তবে উনাদের কানে পৌছাবে না কারণ বধিরতা
০৬ ই মে, ২০১৬ রাত ২:১২
বিক্ষুব্ধ জনতা বলেছেন: উনার উনাদের স্বার্থে সবকিছু শুনতে পান,কিন্তু জনগণের স্বার্থে কিছু বলতে গেলেই বধির হয়ে যান।
৬| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৩
বাউন্ডুলে মাইনুল বলেছেন: গরীবের আওয়াজ দেয়ালের ওপাশেই থাকে।
৭| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
ক্যাকটাস বলেছেন: ছাত্রদের সকল দাবী নিয়ে মাঠে নামছে বাংলাদেশ সাধারন ছাত্র পরিষদ। ধৈর্য্য ধরুন।
https://www.facebook.com/groups/864800680294156?message_id=971837582923798&_rdr
৮| ০৫ ই মে, ২০১৬ রাত ১১:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গরীব দেশের সরকার সবকিছু ফ্রি দিতে পারে না। এই টাকা দিয়ে লুটপাটের পাশাপাশি অন্য কাজও করা হয়। বি পজিটিভ। এই সামান্য টাকা দিতে না পারলে তার দেশেই থাকা উচিত না। জমি বিক্রি করে বিদেশে যাওয়া উচিত।
০৬ ই মে, ২০১৬ রাত ২:১১
বিক্ষুব্ধ জনতা বলেছেন: এই টাকা দিয়ে অন্য কোন কাজ করার কথা বলা নাই,আর অন্য কাজের জন্য টাকা নেওয়ার কোন বিধানও নাই।এই সামান্য টাকা বলতে আপনি কি ঐ ৭৩০ কিংবা ৩৫০ টাকার কথা বলছেন?
তাহলে হয়ত আপনার জানা নাই কতজন শিক্ষার্থীর কাছ থেকে কত কোটি টাকা নেওয়া হয়!
এই পরীক্ষার আয়োজন করতে কি এত টাকার প্রয়োজন পড়ে?
'বি পজেটিভ' শব্দটা বলা সহজ কিন্তু মধ্যবিত্ত/গরীব ঘরের সন্তানেরা জানে এই টাকা দেওয়াটাকে "বি পজেটিভ" বলাটা কত কষ্টের।এর পেছনে কত ঘাম মিশ্রিত থাকে!
আর কোন দেশকে আপনি গরীব বলছেন!!!যে দেশের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত দেশ মধ্যম আয়ের দেশ বলে ঘোষণা দিচ্ছে!
কোনটা বিশ্বাস করবো?
আপনার 'গরীব দেশ' নাকি প্রধানমন্ত্রীর 'মধ্যম আয়ের দেশ'
৯| ০৬ ই মে, ২০১৬ রাত ২:১৯
দুঃখিত ফরিদ বলেছেন: এটা কর্তা ব্যক্তিদের কাছে গুরুত্ব পাবে না বৈ কি, এটা তো কেবলই বেকারদের জন্য, কর্তাদের জন্য নয়।
১০| ০৬ ই মে, ২০১৬ রাত ২:৩০
অবনি মণি বলেছেন: সবই নিয়তি!!
১১| ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৪৬
তামান্না তাবাসসুম বলেছেন: সচতনতামূলক পোস্টের জন্য ধন্যবাদ।
BCS পরীক্ষা দেওয়ার 'আবেদন' করতে কেন ৭৩০ টাকা লাগে! ওরে বাবা।
১২| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:০৩
রাঙা মীয়া বলেছেন: হুমমম,কথা সত্য
১৩| ০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৪৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ন্যায্য দাবি।++++++
বন্ধ করতে হবে এসব।
১৪| ০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৫২
লা-তাহ্যান বলেছেন: আর্তনাদ পৌঁছাবে না রে ভাই! তেনারা বয়রা।
১৫| ০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
ঢাকার লোক বলেছেন: পরীক্ষা দেওয়ার 'আবেদন' করতে কেন টাকা লাগবে? সরকারের উচিত এসব চাকরির আবেদনের প্রক্রিয়া ফ্রি করে দেওয়া।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৬ দুপুর ২:২৫
সুমন কর বলেছেন: এ সব ক্ষেত্রে টাকা নেয়া বন্ধ হোক।