![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।
পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা অন্যের জন্য নিজের ক্ষতি করতে আনন্দ পায়!
এরাই কিন্তু অন্যের উপর অভিমান করার পরেও তার সাথে কথা বলে,কিন্তু সেটা মন খারাপ করে!
এরা নিজের কষ্ট লুকিয়ে রাখতে ভালোবাসে।কষ্ট লুকিয়ে রেখে অন্যের আনন্দে এরা আনন্দিতও হতে পারে!এদের এসব কার্যক্রম কাছের কোন মানুষও বুঝতে পারে না,বুঝতে দেয় না!
নিজের মনের অবস্থা কাউকে বুঝতে না দেওয়ার অসীম ক্ষমতা নিয়ে জন্ম নেয় এরা।
কোন বন্ধু একটা কাজে তাকে ডাকলে নিজের শত গুরুত্বপূর্ণ কাজের কথা লুকিয়ে হলেও বন্ধুর সাথে যাবে।হয়ত নিজে কোন একটা প্ল্যান করেছে,ঠিক সেই মূহুর্তে কোন বন্ধু ফোন করে যদি বলে দোস্ত, “তোর কোন কাজ আছে?না থাকলে অমুক জায়গায় চলে আয়”।এরা সুন্দর করে বলতে পারে “না,কোন কাজ নেই,আসছি”।
এরা বন্ধুদের কাছাকাছি থাকতে ভালোবাসে,বন্ধুদের সাথে ঘুরতে ভালোবাসে,তাদের সাথে সময় কাটাতে ভালোবাসে।
কিন্তু চরম সত্যটা হচ্ছে,এদের বন্ধুরা এসবের কিছুই জানে না!
কারণ এসমস্ত মানুষগুলো নিজের মনের কথা একান্ত কাছের কোন মানুষের নিকটেও খোলাখুলি বলতে পারে না!
এরা নিজের মনের সাথে কথা বলে।অনেক কথা সুন্দর করে সাজিয়ে বলার পরিকল্পনা করতে পারে কিন্তু সামনাসামনি বলতে পারে না।
এই বলতে না পারাটাই এদের সবচেয়ে বেশী কষ্ট দেয়।অনেক কিছুকে হাতছাড়া করে দেয়।কিন্তু সেই কষ্ট অন্য কেউ বুঝতে পারে না!
©somewhere in net ltd.