![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।
বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী গত ৩ দিনে সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারের সংখ্যা প্রায় ৮ হাজার ছাড়িয়ে গেছে!চিন্তা করে দেখেন সংখ্যাটা কিন্তু ৮,০০০।এদের মধ্যে জঙ্গী মাত্র ১১৯ জন,সেটাও আবার সন্দেহজনক!
তাহলে এত মানুষকে গ্রেফতার করার অর্থ কি?
হ্যাঁ,অনেকেই বলবেন অন্যরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত আসামী।এ কথা পুলিশও বলেছে।কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়।
আমার জানা মতে কোন ব্যাক্তির বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করার সময় থেকেই পুলিশের কাজ তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে যাওয়া।এত বিপুল পরিমাণ ওয়ারেন্টভুক্ত তাহলে এতদিন গ্রেফতার না হয়ে থাকলো কিভাবে?
আবার তালিকাভুক্ত আসামীগণই বা অপরাধী হয়ে এতদিন গ্রেফতার হয়নি কেন?
এদের এতদিন গ্রেফতার না করে আরো অপরাধ করার সুযোগ কি তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীই করে দিচ্ছে না?নাকি যৌথ অভিযান পরিচালনা না করে এদের গ্রেফতার সম্ভব হচ্ছিলো না!অন্য সময় তাহলে পুলিশ বাহিনী কি মাছি-মশা মারে!!!শুনেছি থানায় নাকি অনেক মশার উৎপাত থাকে!
দেশ জুড়ে এমন গণগ্রেফতারের আড়ালে তাহলে অন্য কোন উদ্দেশ্য রয়েছে নিশ্চয়।গ্রেফতারকৃতদের মধ্যে অনেক নিরীহ-নিরাপরাধ ব্যাক্তিও রয়েছে।তাদের শুধুমাত্র বিরোধী দলের রাজনীতি করার কারণেই কি গ্রেফতার করা হচ্ছে?
নাকি এর আড়ালে পুলিশ বাহিনীর সদস্যরা তাদের পরিবারের ঈদ খরচ তুলে নিচ্ছেন!
এ সম্পর্কে একটা নিউজঃ পুলিশের গ্রেফতার বাণিজ্য
যারা সোজা চোখে সরকারের সকল কর্মকান্ডকে সত্য বলে জানেন তাদের মত বোকাদের দলে আমি নয়।ঘটনাকে বুদ্ধি দিয়ে বিবেচনা করুন,মন থেকে সমর্থন নয়ত প্রতিবাদ করুন।
দেশ এগিয়ে যাবে সত্যের পথে।
২| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৩
বিজন রয় বলেছেন: এভাবে কোন লাভ হবে না।
আতীতেও দেখেছি এসব।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মিনসে বোজৈও না!

এত মাইরের পরও বোঝ না!!! খালি খালি অবুঝ কুশ্চেন???
ইহাই সহীহ আইয়ামী শাসন।
শাস্ত্রতোআর মিছা নয়- ইল্লত যায়না ধূইলে, খাসলত যায় না মরলে