![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।
অনেকের মুখে এমনকি দেশের দায়িত্বশীলদের মুখেও শোনা যায় তারুন্যের কথা।
আমাদের তরুন সমাজ হেন করবে তেন করবে ইত্যাদি ইত্যাদি।
আবার রাজনীতিতে তরুনদের অংশগ্রহন করতে উৎসাহ দেওয়া হয় একেবারে উচ্চ পর্যায় থেকে।যদিও গ্রাম-গঞ্জে রাজনীতি এতটা আগ্রহের জায়গায় থাকে না কিংবা নাই!
তরুনদের নিকট এত এত আশা-ভরসা কিন্তু এই তরুনদের কি সেভাবে তৈরি করা হচ্ছে বা তৈরি করার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে?
আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে দেশে কি শুধুই প্রশাসনিক নেতৃত্ব থাকবে নাকি রাজনৈতিক নেতৃত্ব থাকবে।
যদি প্রশাসনিক নেতৃত্বের কথা বলেন তাহলে আপাতত কিছু বলার নাই!কিন্তু রাজনীতির কথা বললে আমার কিছু কথা বলার আছে।
বাংলাদেশ গণতান্ত্রিক দেশ বিধায় আশা করতেই পারি এখানে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে,মত থাকবে কিন্তু প্রধান লক্ষ্য থাকবে বাংলাদেশ।
কিন্তু দুঃখজনক হচ্ছে বর্তমানের রাজনীতি যেই ধারাতে চলছে তাতে এই তরুন সমাজ আসলেই কোন পথে যাচ্ছে!!!
জোর করে যদি কোন একটি আদর্শ তরুনদের মধ্যে ছড়ানোর চেষ্টা হয় তাহলে তার ফল শুভ হবে না বোধ করি।
তরুন সমাজ রাজনীতি অংশগ্রহন করবে নিজ ইচ্ছা স্বাধীন ভাবে।কিন্তু সেই স্বাধীনতায় যদি ক্ষমতাশালীরা বাধা দেয় তখন সেই তরুন কোন পথে যাবে?
শুধুমাত্র বিরোধী মতের বলে আপনি একজন তরুন রাজনৈতিক কর্মী বা নেতাকে মিথ্যা মামলায় জড়াচ্ছে পারলে জঙ্গী বানানোর অপচেষ্টা করছেন তাহলে সেই তরুন সেখান থেকে কি শিক্ষা লাভ করছে?
সময়ের পালা বদলে তার মনমানসিকতা কোন দিকে ধাবিত হবে?তার জীবনের বাস্তব অভিজ্ঞতাই কি সে ভবিষ্যতে কাজে লাগাবে না?পুরোনোদের কথা বাদ দেন নতুনদের আপনারা যেটা শিক্ষা দিবেন তারা কিন্তু সেটাই শিক্ষা লাভ করবে।অন্তত বাস্তব অভিজ্ঞতাকে তারা হাতছাড়া করবে না।
সো,আপনি এই তরুনদের নিয়ে ছিনিমিনি খেলার আগে খেয়াল করবেন ভবিষ্যৎ আপনার জন্য কি ঠিক করে রাখছে।
©somewhere in net ltd.