![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।
বিয়ে কিংবা প্রেমের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বয়সের পার্থক্যটা ভেবে দেখা উচিত।
বয়সের অসামঞ্জস্যতা এসব সম্পর্কগুলোকে যেকোন পর্যায়ে গিয়ে নষ্ট করে দিতে পারে।
.
৭ম-৮ম শ্রেণীতে পড়ুয়া একজন মেয়ের সাথে অনার্স পড়ুয়া কোন ছেলের প্রেমের সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রেই পূর্ণতা পাবে না।আবার এসএসসি পাশ করা কোন মেয়ের সাথে মাস্টার্স শেষ করে চাকুরী করা কোন ছেলের বিয়ের সম্পর্কও সামঞ্জস্য পূর্ণ হবে না।
.
প্রত্যেকটা বয়সের স্তরের আলাদা আলাদা চাওয়া-পাওয়া,অবেগ-অনুভূতির পার্থক্য থাকে,যেগুলো মানিয়ে নেওয়ার ক্ষেত্রে দুজনের বয়সের পার্থক্য বড় ভূমিকা পালন করে।
.
৭ম-৮ম শ্রেণীর একটি মেয়ের চাওয়া-পাওয়া,আবেগ-অনুভূতির সাথে অনার্স পড়ুয়া কোন ছেলের চাওয়া-পাওয়া,আবেগ-অনুভূতিবাকিঅংশটুকুview this link
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৩:৩৬
বিক্ষুব্ধ জনতা বলেছেন: ব্যতিক্রম তো থাকতেই পারে।কিন্তু আদোতে যেগুলো বলা হয়েছে সেগুলো সঠিক বলেই মনে হয়।
বিয়ের ক্ষেত্রে আপনার দেওয়া বয়সের পার্থক্যও যুক্তি সঙ্গত।
ধন্যবাদ।
২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:৩১
শোভনের শোভন বলেছেন: পুরো ব্যাপারটাই আদতে ম্যাচুরিটির উপর নির্ভর করছে। বয়সের পার্থক্য হিসেবে যে সংখ্যাগুলো উঠে আসছে সেগুলো নিশ্চই ধ্রুব নয়।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৩:৪০
রাজসোহান বলেছেন: প্রেম মানে না বয়স আর বিয়া মানে না সময়
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:২১
ওমেরা বলেছেন: আপনার এি থিওরী ঠিক না কারন কারন আবেগ অনুভূতি বা চাওয়া/পাওয়া সবার এক রকম না । অনেক ৩০ বছর বয়সী মেয়ের ভিতর যে আবেগ থাকে সেটা হয়তো অনেক ১৮/২০ বছর মেয়ের ভিতর থাকে না সেই রকম ছেলেদের বেলায় ও । কাজেই বিয়ের পর প্রথম কাজ হল দুজনের দুজনকে বুঝে নেয়া ও সেই ভাবে নিজেকে মানিয়ে নেয়া । এবং বিয়ের ক্ষেত্রে আমার মতে স্বাামী-স্ত্রীর বয়সের পার্থক্য ৬- ৮ বছর থাকা উচিত ।