নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি হাদিসঃ
‘একদল তরুণের আবির্ভাব ঘটবে, যারা চিন্তায় হবে অপরিণত’। তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু করবে সবচেয়ে ঘৃণ্য কাজ। তারা এত বেশি ধর্ম পালন করবে, যার কাছে মুসলমানদের ইবাদত তুচ্ছ বলে মনে হবে। তারা মানুষকে কোরআনের কথা বলবে, কিন্তু তা হবে কেবল তাদের মুখে মুখের কথা। অর্থাৎ, তারা এর মর্মার্থ কিছুই বুঝবে না,
কেবল বেছে বেছে কিছু অংশ নিয়ে আওড়াতে থাকবে।
আর এরাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট'"
__হযরত মুহম্মদ (স
[হাদিস গ্রন্থ সহিহ মুসলিম
চতুর্থ খন্ড, পৃষ্ঠা নং : ৪০৭]
পবিত্র হাদীসে বর্ণিত আছে, “যে মুসলিম ব্যক্তি মুসলমান রাষ্ট্রে বসবাসকারী একজন অমুসলিমকে হত্যা করবে সে জান্নাততো দুরে থাক তার তার সুগন্ধও পাবেনা যদিও জান্নাতের সুগন্ধ ৪০ বছর সমপরিমান দুরত্ব থেকে পাওয়া যায়”।
(সহীহ্ বুখারী সংখ্যা-৩,হাদীস
পবিত্র হাদীসে হযরত মুহাম্মদ (সাঃ) ইরশাদ করেছেন, “মুসলমান রাষ্ট্রে কোন মুসলমান দ্বারা কোন অমুসলিমের অধিকার ক্ষুন্ন বা নির্যাতনের শিকার হয় যা সে সহ্য করতে পারেনা রোজ কিয়ামতের দিনে আমি স্বয়ং ঐ মুসলমান ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দেব”।
(সুন্নান আবু দাউদ সংখ্যা নং-৩,পৃঃ-১৭০,হাদীস নং-৩০৫২)
(সংগৃহীত)
২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১:১৩
শাশ্বত স্বপন বলেছেন: এসব জঙ্গীরা পড়ে না। জঙ্গীরা পড়ে
Mohammed Rashed
12:35am
http://quran.com/8/12
Al-Qur'an al-Kareem - القرآن الكريم
The Quran translated into many languages in a simple and easy interface.
quran.com
যখন নির্দেশ দান করেন ফেরেশতাদিগকে তোমাদের পরওয়ারদেগার যে, আমি সাথে রয়েছি তোমাদের, সুতরাং তোমরা মুসলমানদের চিত্তসমূহকে ধীরস্থির করে রাখ। আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করে দেব। কাজেই গর্দানের উপর আঘাত হান এবং তাদেরকে কাট জোড়ায় জোড়ায়।
[8:13]
যেহেতু তারা অবাধ্য হয়েছে আল্লাহ এবং তাঁর রসূলের, সেজন্য এই নির্দেশ। বস্তুতঃ যে লোক আল্লাহ ও রসূলের অবাধ্য হয়, নিঃসন্দেহে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর।
[8:14]
আপাততঃ বর্তমান এ শাস্তি তোমরা আস্বাদন করে নাও এবং জেনে রাখ যে, কাফেরদের জন্য রয়েছে দোযখের আযাব।
[8:15]
হে ঈমানদারগণ, তোমরা যখন কাফেরদের সাথে মুখোমুখী হবে, তখন পশ্চাদপসরণ করবে না।
[8:16]
আর যে লোক সেদিন তাদের থেকে পশ্চাদপসরণ করবে, অবশ্য যে লড়াইয়ের কৌশল পরিবর্তনকল্পে কিংবা যে নিজ সৈন্যদের নিকট আশ্রয় নিতে আসে সে ব্যতীত অন্যরা আল্লাহর গযব সাথে নিয়ে প্রত্যাবর্তন করবে। আর তার ঠিকানা হল জাহান্নাম। বস্তুতঃ সেটা হল নিকৃষ্ট অবস্থান।
[8:17]
সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি মাটির মুষ্ঠি নিক্ষেপ করনি, যখন তা নিক্ষেপ করেছিলে, বরং তা নিক্ষেপ করেছিলেন আল্লাহ স্বয়ং যেন ঈমানদারদের প্রতি এহসান করতে পারেন যথার্থভাবে। নিঃসন্দেহে আল্লাহ শ্রবণকারী; পরিজ্ঞাত।
......
[8:20]
হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মান্য কর এবং শোনার পর তা থেকে বিমুখ হয়ো না।
......
[8:24]
হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মান্য কর, যখন তোমাদের সে কাজের প্রতি আহবান করা হয়, যাতে রয়েছে তোমাদের জীবন। জেনে রেখো, আল্লাহ মানুষের এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান। বস্তুতঃ তোমরা সবাই তাঁরই নিকট সমবেত হবে।
......
[8:29]
হে ঈমানদারগণ তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাক, তবে তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। বস্তুতঃ আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান।
...
[8:35]
আর কা’বার নিকট তাদের নামায বলতে শিস দেয়া আর তালি বাজানো ছাড়া অন্য কোন কিছুই ছিল না। অতএব, এবার নিজেদের কৃত কুফরীর আযাবের স্বাদ গ্রহণ কর।
[8:36]
নিঃসন্দেহে যেসব লোক কাফের, তারা ব্যয় করে নিজেদের ধন-সম্পদ, যাতে করে বাধাদান করতে পারে আল্লাহর পথে। বস্তুতঃ এখন তারা আরো ব্যয় করবে। তারপর তাই তাদের জন্য আক্ষেপের কারণ হয়ে এবং শেষ পর্যন্ত তারা হেরে যাবে। আর যারা কাফের তাদেরকে দোযখের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে।
[8:37]
যাতে পৃথক করে দেন আল্লাহ অপবিত্র ও না-পাককে পবিত্র ও পাক থেকে। আর যাতে একটির পর একটিকে স্থাপন করে সমবেত স্তুপে পরিণত করেন এবং পরে দোযখে নিক্ষেপ করেন। এরাই হল ক্ষতিগ্রস্ত।
[8:38]
তুমি বলে দাও, কাফেরদেরকে যে, তারা যদি বিরত হয়ে যায়, তবে যা কিছু ঘটে গেছে ক্ষমা হবে যাবে। পক্ষান্তরে আবারও যদি তাই করে, তবে পুর্ববর্তীদের পথ নির্ধারিত হয়ে গেছে।
[8:39]
আর তাদের সাথে যুদ্ধ করতে থাক যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায়; এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয়ে যায়, তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন।
[8:40]
আর তারা যদি না মানে, তবে জেনে রাখ, আল্লাহ তোমাদের সমর্থক; এবং কতই না চমৎকার সাহায্যকারী।
http://quran.com/8/12
৩| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৩
মহা সমন্বয় বলেছেন: ঘটনা ঘটে যাবার পর শুধু আপনাদের কাছে আলামত সুস্পষ্ট হয়। এই আলামত গুলো আগে বের করে জঙ্গি দমন করতে পারেন না?
মনে রাখবেন আপনি যেমন ধর্মের মধ্যে শ্বান্তির বানী খুঁজে পান জঙ্গিরাও তেমনই ধর্মের মধ্যে জেহদী বাণী খুঁজে পায়। ইসলামের মধ্যে সবকিছু আছে।
৪| ০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১৬
বিলিওনার বলেছেন: আইএসআইএস হলো খারেজী। খারেজ এর বাংলা হলো বের হয়ে যাওয়া। এরা ইসলাম হতে বের হয়ে গেছে। এদের ব্যাপারে রাসূল (সঃ) বলেছেন, এরা অনেক ধর্ম পালন করবে, কিন্তু এরা ইসলাম হতে এমন ভাবে বেরিয়ে গেছে যেমন ভাবে ধনুক হতে তীর বেরিয়ে যায়।সহিহ বুখারী, খন্ড ৮, অধ্যায় ৮৪, হাদিস ৬৮ [মুসলিম শরীফ][নাসায়ী শরীফ পৃষ্ঠা ৩০৮] রাসূলুল্লাহ (সঃ) এদেরকে বলছেন মানব জাতির সবচেয়ে নিকৃষ্ট প্রানী এবং কালবুন নার বা দোযখের কুকুর। রাসূলুল্লাহ (সঃ) এদেরকে হত্যা করার আহবান জানিয়েছেন কারন এরা এতটাই রক্ত পিপাসু যে যদি তোমরা এদএর হত্যা না করো তাহলে ওরা তোমাদের হত্যা করবে। আবু দাউদ শরীফ,পৃষ্ঠা ৬৫৫,মিশকাত শরীফ,পৃষ্ঠা ৩০৮
মুহাম্মদ (সঃ) আরো বলেন, ‘শেষ যামানায় একদল তরুণ বয়সী নির্বোধ লোকের আবির্ভাব ঘটবে, যারা সর্বোত্তম কথা বলবে। তারা ইসলাম থেকে এত দ্রুত গতিতে বের হয়ে যাবে, যেমন তীর ধনুক থেকে বের হয়ে যায়। তাদের ঈমান তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তোমরা তাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। কারণ যে তাদেরকে হত্যা করবে তার জন্য ক্বিয়ামতের দিন আল্লাহর নিকট নেকী রয়েছে’।
[বুখারী হা/৩৬১১, ৫০৫৭, ৬৯৩০; মুসলিম হা/২৫১১; আবূদাঊদ হা/৪৭৬৭; নাসাঈ হা/৪১০২; মিশকাত হা/৩৫৩৫]
অন্য বর্ণনায় আছে, রাসুল মুহাম্মদ (সঃ) বলেন, ‘তোমরা তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে এবং তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ জ্ঞান করবে...। । [বুখারী হা/৫০৫৮; মুসলিম হা/২৪৫৩ ও ২৪৪৮; মিশকাত হা/৫৮৯৪]
৫| ০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৬
বিলিওনার বলেছেন: আইএস নিয়ে বিস্তারিত দেখুন ও জানুন।
The Khawarij - Shaykh Hamza Yusuf শেখ হামজা ইউসুফ
https://www.youtube.com/watch?v=_EXqCusKvXg
আইএসএইএস নিয়ে শেখ হামযা ইউসুফের খুতবাঃ রাসূল(সঃ) এড় ভবিষৎত বানী,
https://www.youtube.com/watch?v=hJo4B-yaxfk
আইএস সমস্যা, মুসলিমদের কি করা উচিতঃ শেখ নোমান আলী খান
https://www.youtube.com/watch?v=DdLvjz3Gz2U
আইএসআইএস এবং খারেজী সম্পর্কে জানুন,
https://www.youtube.com/watch?v=2DixCFZDfto
খারেজীদের ফিরে আসা, শেখ হামজা ইউসুফ,
https://www.youtube.com/watch?v=Z_PXcLuf8yY
খারেজীদের রক্ত পিপাসু ভয়ংকর হায়েনাদের সম্পর্কে জানুন যারা তাবেয়ী মুসলিম অন্তসত্বা নারীকে হত্যা করেছিলো, শেখ আনওয়ার আল-আওলাকি, https://www.youtube.com/watch?v=LrB0Ooj1c1g
খারেজী আইএসআইএস নিয়ে ডাঃ যাকির নায়িক,
https://www.youtube.com/watch?v=yHb2yY1ryJo
সর্বশেষ কথা এদেরকে হত্যা করা ছাড়া আর কোন ওষুধ নাই, এরা ভয়ংকর রক্ত পিপাসু। এদের হত্যা করার কথাই বলেছেন রাসুল(সঃ) যে এরা মানব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং দোজখের কুকুর।
আইএস-বিরোধিতা করায় মা’কে হত্যা, দুই ভাই গ্রেপ্তার
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৬
রায়হানুল এফ রাজ বলেছেন: আলামত সুস্পষ্ট।