![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
হৃদয় এখন আমার রক্তজবা
ফোঁটায় ফোঁটায় ঝরছে রক্ত দেখ
পরাণ আমার রক্তনালায় ডোবা
দুখী প্রেমিকের রক্ত ঠোঁটে মেখ।
হৃদয়পাড়া দেখ জর্জরিত
কোমল তোমার হাতের পেলব ছোঁয়ায়
রক্তক্ষরণ হচ্ছে অবিরত
সারবে শুধু প্রেমের ওষুধ-দাওয়ায়।
হিয়ার তলে কষ্ট খানিক জমা
স্বপ্নরা সব গুমরে গুমরে মরে
দায় হয়েছে করতে বড় ক্ষমা
কষ্টরা সব চুইয়ে চুইয়ে পড়ে।
পাঁজরপঁচা গন্ধ নাকে আসে
তোমার স্মৃতি কাঁদায় আজো মোরে
হৃদয়পোড়া ছাই বাতাসে ভাসে
বেঁধেছিলে কোন্ সে মায়ার ডোরে।
চিত্ত আমার হুহুকান্না তোলে
পাথরভাঙা ঢউ উঠেছে নড়ে
মনতরী মোর রক্তগঙ্গায় দোলে
পিরিতির ঘর ভেঙে গেছে প্রেম ঝড়ে।
শনিবার:
রাত: ১০:০০ মি:
০৮-০৮-১৫ ইং
©somewhere in net ltd.