![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
মনটা আমার বেজায় খারাপ বেশ ক’দিনের লাগি
অতীতের স্মৃতি ক্যনভাসে মোর সহসা উঠিছে জাগি।
করি কী যে হায় মন তড়পায় পরাণের দহলিজে
করটি তাড়ায় চোখের পাড়ায় কপোল জলে ভিজে।
মরমের তলে রুমাল নাড়ে— অতীতের স্মৃতি শত
অধরা অতীত শুধু রচে দেয় প্রীতি কত,কত,কত।
বাণে বাহুডোর থেকে বয়ে যায় থোকা থোকা জলরাশি
দুখে মোড়া অতীতকে মোর থোড়া থোড়া ভালবাসি।
কোথা খুঁজে পায় আজো হাতড়াই অতীতের ছেলেবেলা
পীড়া দেয় মনে জ্বলে ক্ষণে ক্ষণে অতীতের ছেলেখেলা।
সন্ধ্যা ৭:৫০ মি:
৬-৮-১৫ ইং
©somewhere in net ltd.