নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যপ্রেমী, কবিতানুরাগী নিজেকে ভাববার প্রয়াস পাই। facebook.com/bikrampori

আবদুল হান্নান বিক্রমপুরী

করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা

আবদুল হান্নান বিক্রমপুরী › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

এ আমি কোন পথে চলিছি.....
অজানা এক তীব্র সুখে কার পেছনে দৌঁড়েছি
এ পথ যে— শুধুই অন্ধকার, ঘোর-কালো অমানিশা
তৃপ্তির আদলে বিষধর নাগিনীর বিষাক্তছোবল
ফুলশয্যা নামে লক্ষিণদরের লোহার বাসর
অমৃত সুধা পানের বাহানায় দ্রাক্ষা জহর
আমায় ক্ষমা কর রাহমান!
তোলে নাও এ নষ্ট জলাসয় থেকে
মুক্তি দাও আমায় বিবেকের দংশন থেকে
আকণ্ঠ পান করেছি উৎকট নোংরা শরাব
বদ্ধ অন্ধকারে গলাটিপে হত্যা করেছি নিজের ঔরসকে
নিজেকে ঠেলে দিয়েছি ধ্বংসের দাবানলে
তবু্ও হেঁটে চলিছি অম্লানবদনে
পুষ্পের হাসি হেসেছি জ্বলন্ত অঙ্গারে দাঁড়িয়েও
বুঝি নি এ আমার কলঙ্ক
আমায় ক্ষমা কর গফফার!
এ আমার অযাচিত হস্তক্ষেপণ।
আমায় ছারখার করে দিয়েছে নিষ্ঠুর দাবাগ্নি
আমার প্রতিটি লোহিত বেয়ে গলছে বেদনার অগ্নিভ
তবুও আমি নিষিদ্ধসুখে লালায়িত হয়েছি বারেকবার
ডুবে থেকেছি পঁচা ডাস্টবিন, দুরগন্ধ ভাগাড়ে
আমায় তুলে নাও রাহীম!
এ আমার পদস্খলন।
নিবেদিত সব অর্চনা, আরাধনা তোমার তরে
হে আরাধ্য নিরাকার!
শুধু একবার দয়ার নজর দাও—চেয়ে দেখ,
এক অসহায়, নিরুপায়, অবলা সৃষ্টি তোমার
কেমন তড়পায় ওর সবুজ প্রাণ
অমন করে মুখ ফিরিয়ে নিও না তুমি
তোমার লজ্জার কছম, আমি তোমারই—
ছিলাম, আছি, থাকব আদ্যান্ত হে মহাশয়!
মহার্ঘচৌকাঠ থেকে ফিরিয়ে দিও না
আমায় নাইয়ে দাও তোমার দয়ার মহার্ণব থেকে
আমি অড়হর ক্ষেত পারায়ে, অথৈ সাগর পাড়ি দিয়ে এসেছি
তোমার রাজসভায় নগণ্য এক ভৃত্য হয়ে
আমায় ক্ষমা কর বিধাতা স্বয়ং
আমায় মুছে-পুছে দাও দয়ার বারি দিয়ে
সীমানাহীন বারিধি থেকে।
বয়ে যাক আমারও বাণে বাহুডোর থেকে
থোকা থোকা যমুনার অশ্রু জল
আমায় ক্ষমা কর রাহমান, সীমাহীনৃ দয়ালু!
দ্বিপ্রহর ২:৫০ মি:
৭-৮-১৫ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.