নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যপ্রেমী, কবিতানুরাগী নিজেকে ভাববার প্রয়াস পাই। facebook.com/bikrampori

আবদুল হান্নান বিক্রমপুরী

করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা

আবদুল হান্নান বিক্রমপুরী › বিস্তারিত পোস্টঃ

রোজ নামচার খাতা থেকে

৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

আবদুল হান্নান বিক্রমপুরী with Nesar Uddin Rumman

সময়টা বেশ বৈরী কাটছে। শাসনের গণ্ডিতে এখন আর নিজেকে ভাবতে পারি না। বাঁধতে পারি না মায়ার ডোরে। নিজেকে একটু মেলতে চাই। পেরুতে চাই এই পরিধি। কিন্তু পারি নে। দেখতে চাই বাইরেটা খানিক হেঁটে-হুটে, ছেনে-ছুঁয়ে। চার দেয়ালে বন্দি থাকা এখন আর ভাল্লাগে না। নিয়মের বেড়াজালে আটকে থাকা মানতে পারি না একদম। পাঁজরের বাঁ দিকে কষ্টের স্তূপ জমে আছে। বুক পকেটে বারুদ ঠাসা। পঁচা পাঁজরের গন্ধে নাক ভারি হয়ে ওঠছে নিয়তই। কালের পাখায় ভর করে এতটা পথ হেঁটেছি কখনো হড়কে পড়ে নি। সম্প্রতি কী হয়ে গেল__ শুধুই পদস্খলন-স্খলন। কোন ঠাঁই পাচ্ছি না তলিয়ে যাচ্ছি অধরা তলানীতে। জলের মহার্ণবে ডুবে থেকেও শুষ্ক আছি। সুখের নদীতে দুঃখের নৌকো বাই। যেমন কবি Nesar Uddin Rumman বলেছেন__
একটা জীবন খুব বিরহের একলা-একা
অনেক খুঁড়েও ঠাঁইয়ের নাগাল পলক দেখা।
একটা জীবন জলে ডুবেও শুষ্ক থাকা
শিশির ভেজা জানলা কাচে আঙ্গুল আঁকা
একটা জীবন আঁকড়ে বাঁচা গোলাপ কাঁটা
বুক পুকুরে অথৈ জলে সাঁতার কাটা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.