![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
★★ হৃদয়ের অতল গহ্বরে
ভালবাসার অধরা তলানীতে
হাতড়ে বেড়াই-
মুক্তাবুকে কোন ঝিনুক লুকিয়ে আছে কি না?
প্রেম সিঞ্চিত একফোঁটা বারীর অপেক্ষায়
অধীর হয়ে আছে কি না?
খুব করে জানতে ইচ্ছে হয়-¬¬¬
উজাড় করা প্রেম নেয়ার কোঁচড় মেলে
কেউ বসে আছে কি না?
খুঁজে বেড়াই-
পাঁজরপঁচা, হৃদয়পোড়া গন্ধ,
শোঁকার কেউ আছে কি না?
ছাইচাপা প্রেম অনুভব প্রগাঢ়তার হিম-শীতল-ঝড়ো হাওয়ায়
উড়িয়ে দেখার কেউ আছে কি না?
খানিক হৃদয় নিংড়ানো প্রেম নির্যাস স্বাগ্রহে লুফে
নেয়ার কেউ আছে কি না?
কেউ উত্তর করে নি-
জানি না অবধি কেউ করবে কি না?
জীবনসায়াহ্নেও প্রতীক্ষায় থাকব
নিটল, নিখাঁদ ভালবাসার পেয়ালা হাতে।
আর কেউ নয় অন্তত তুমি হে প্রিয়তমা (নিরাকার)!
বলে দেবে-
আয়! আমার তপ্তবুকে।
তখনই প্রভাতের পূবালী মৃদু বায়ু বয়ে যাবে
আমর হৃদয় বাতায়নে।
আমি ছিলাম তব অভীষ্ট।
নিবিষ্ট ছিলাম তব ভাবনায়।
কবে কড়া নাড়বে সেই সুদিন
আমার অন্ত:দ্বারে। যেদিন
আলিঙ্গনাবদ্ধ দেখবে আমায়
হে হায়া, দুষ্ট প্রকৃতি।
উঁকি দেবে প্রেম বিতরণ দেখতে।
★★জীবনের কিছু কিছু গল্প আছে যা কেবল লুকিয়ে থাকে।লুকিয়ে থাকলেই তার স্বাদ টা বেড়ে দ্বিগুণ হয়।তাই জীবনের গল্প বলতে আমার ভাল লাগেনা।লুকিয়ে রাখতেই বেশি ভাল লাগে।।
★★নিজের খুশিটাকে তুচ্ছ করে অন্যের খুশিটাকে বড় করে দেখার চেষ্টা করি।অন্যকে খুশি করার মাঝে কোমল একটা আনন্দ আছে যা জীবনের অর্থটাকেই বদলে দেয়।একটা ১০০ ওয়াট বাল্পের মত জ্বলজ্বল করা হাসিমুখ দেখার মধ্যে অপার্থিব অনুভূতি লুকিয়ে থাকে যা সস্তা না,যা টাকায় মেলেনা।।
★★বড় বেশি অভিমানি আমি।অল্পতেই অভিমান করি।কিন্তু যে চোখ অল্প-সল্প বিষয় নিয়ে অভিমানে সিক্ত হয় সেই চোখ সীমাহীন ভালবাসার স্বপ্ন লালন করতে জানে।।
★★ছোট ছোট স্বপ্ন বেঁচে থাকার প্রেরণা যোগায়। তাই স্বপ্ন দেখি।অবাস্তব আর বড় কোন স্বপ্ন না।আনন্দে পরিপুর্ন ছোট আর সাধারন স্বপ্ন।।
★★আমার চারপাশের মানুষগুলার ভালবাসায় আমি সিক্ত। আমার ছোট্ট জীবনে এত্ত এত্ত ভালবাসা পেয়েছি যে বাকী জীবন আর ভালবাসা না পেলেও চলবে।তার পরেও আমি স্বার্থাপরের মত ওই মানুষ গুলার ভালবাসা পেতে চাই।তাদের সংস্পর্শে আমার এই পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে করে আরো হাজার বছর।
★★প্রত্যেক মানুষের একান্ত কিছু ভূবন থাকে। আমার ও আছে।আমি সেই ভূবনের নাম দিয়েছি নেশা ভূবন। বই আমার সেই নেশার যোগান দেয়। নতুন কোন বই পেলে পড়া থেকে উঠতে ইচ্ছে করেনা। প্রতিদিন আমাকে কিছুনা কিছু পড়তে হয় (ভেবনা ক্লাসের বই।
★★অনেক মানুষের অনেক ধরনের ভাললাগা থাকে। আমার কিছু কিছু ভাললাগা অনেকের সাথে মিলে যায়। এই মিলে যাওয়া ব্যাপারটা খারাপ না। যাদের সাথে মিলে যাবে তার সাথে বন্ধুত্ব করতে সুবিধা হবে। বলা যায় এই ভাল লাগাগুলো সার্বজনিন ভাল লাগা।
★বৃষ্টি অসম্ভব ভাল লাগে।
★মোমের মায়াময় আলো ভাল লাগে।
★বই পড়তে ভাল লাগে।
★রবীন্দ্রসংগীত ভাল লাগে।
★
★অকারনে বোনটার সাথে ঝগড়া করতে ভাল লাগে।
★প্রিয় মানুষদের সাথে রাগ করতে ভাল লাগে।আবার রাগ ভাঙ্গানোর জন্য আপন মানুষগুলার এই সাধাসাধিও ভাল লাগে।
★★আমার আব্বু-আম্মু নামক মানুষটাকে অন্নেক ভালবাসি আমি। হয়তো নিজের চেয়েও বেশি।আব্বুর মুখের একটু খানি হাসির জন্য আমি হাসতে হাসতে কবর দিয়ে দিতে পারি আমার জীবনের সব সুখ।ও হ্যাঁ তাই বলে আমার পরিবারের বাকিদের যে ভালবাসিনা তা কিন্তু না। তবে আম্মুকে একটু বেশি-ই ভালবাসি। যেমনটি বলা__
ঘুমিয়ে ছিলাম জঠরে
আর মাতৃস্নেহে আগলে আগলে রাখছিলে ।
উদরে তব রক্ত চোষে আহার্য খুঁজে নিয়েছি।
লাথি মেরে কলজে ঘা করে আবিষ্কার করেছি
নিজেকে ধরণীর পরে। তবুও হাসি মুখে কোলে তোলেনিয়েছ;
দাও নি দূরে ঠেলে।
অসহনীয় জ্বালা সয়েছ তুমি
অভাগাকে জন্ম দিয়ে।
নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে
আমার স্বার্থকে স্বার্থক করেছ
শত কষ্টের ভীরে।
হাজারো চাওয়া-পাওয়া-ইচ্ছেকে কোরবানী করেছ
আমার মুখের দিকে চেয়ে।
কাউকে বুঝতে দাও নি।
নিরবে– অশ্রু ঝরিয়েছ বোকাকানায়।
নিজেকে মানিয়ে নিয়েছ সর্বত্র
অযন্ত-অবহেলায়।
শুধু এক রাশি হাসি ফোঁটানোর জন্যে আমার মুখে।
কত পাথর চাপা কষ্ট হেয়ে উড়িয়ে দিয়েছ সুখে-দুখে।
বাছা বড় হয়েছে সবে তাকে নিয়ে ভেবে রেখেছ সাত রাজ্যের ভাবনা।
জীবনে চলার পথে নানাবিধ ঝুঁকি উপেক্ষা করে চলমান রেখেছ অগ্রযাত্রা।
চড়াই-উৎরাই পেরিয়ে, বাধার প্রাচীর মারিয়ে
উপনীত হয়েছ সাফল্যের দ্বারপ্রান্তে।
নাড় ছেঁড়া মানিককে সর্বদা সুখের সাগরে অবগাহন রত দেখতে
নিজের জীবন ক্ষয় করে দিয়েছ।
স্নেহের বৎসকে চোখের আড়াল করতে চাও নি
এক মুহূর্তের জন্যও।
এত কিছুর পরেও যখন না বোঝে, প্রবৃত্তির ধোঁকায় পড়ে,
শয়তানের ফাঁদে পড়ে
কলিজায় আঘাত করে
তখনও ভুলে যাও না আদর-স্নেহের পুতুলটিকে।
জগদ্দল পাথর বুকে চেপে মুখবোজে সহ্য করেছ সব কষ্ট।
ধরণীতে কোন নিঃস্বার্থ প্রেম যদি থাকে সেটা তোমার।
নিঃস্বার্থক প্রেমিক যদি থাকে সেজন তুমি।
©somewhere in net ltd.