![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
নীল চিরকুটটাতে বলেছিলে
তোমার সাথে আড়ি,
অভিমানে তুমি বলেছিলে
চলে যেতাম আজ বাড়ি।
"পিছুটান মোর না থাকতো যদি
প্রিয় মানুষেরও ভয়,
নইলে হে শোন ব্যথী
এথা কোন্ পাগলে রয়?
মনটা আমার ভারী হয়ে আছে
কুঁজো হয়ে গেছি ভারে
আমি যে কেমন হয়ে গেছি আজ
কভু অমন ছিলেন নারে!
আমা বৈ কারেও চিরকুট দিয়ে
বলেছিলে অমন কথা,
বুক-পাঁজরে বয়ে বেড়ারে
চাপা দি’ শত ব্যথা।
মুখ থাকিতেও মূক বনে গেছি
ত্রয়জন আমরা পাপি
কালের করাতে যাপিত কলে
রেখেছে কে যেন চাপি।
আর বল কত কথা ন াবলে
এভাবেই থাকতে থাকা
ধুরছাই! আর পারছিনে আমি
ছাড়বোই নাকি ঢাকা?
অবশেষে একদিন চকিতেই হলো
না চাইতেও কিছু কথা
এমনিতেই হায় জুড়িয়া গেল
তিন রজ্জুর এক বাঁধন।
এ বাঁধন যেন কভু টুটিয়া না যায়
ফঁসকে না কোন টানে,
বাঁধনে কভু ‘টান’ পড়িলে
‘টান’ লাগে মোর প্রাণে।
উৎসর্গ: নেরু ভাই, শানে উরূদ তিনপাপী জানে।
©somewhere in net ltd.