![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
আনন্দঘন মুহূর্তে মনে পড়ে প্রিয়জনদের।
শূন্যতা অনুভবি খুব গাঢ়ভাবে। যখন কাছে ছিলে
বুঝি নি "কাছের" ছিলে। দূরত্ব কখনো খুঁজি নি_
যেন কাছেই ছিলে। নৈককট্যের প্রগাঢ়তায়
লেপটে ছিলে। আজ দূরের হয়েগেছ বিধায়
বুঝলুম "কাছে" নেই। দু'দিন আগেও ছিলে
আমাদের কাছে, পাশে। প্রিয়জন যখন অভাজন
হয় সমাদরে তখন কেউ পাশে থাকে না। তখন
সব বিভাজন, বিয়োজন। হৃদয় কুটিরের একটি থাম
খুব নড়বড়ে। থুরথুরে বুড়ির দাঁতের মত নড়ছে
অবিরত।
উৎসর্গঃ জান্নাতগামী নানু। কাল নানু চলে
গেছেন এই জগত ছেড়ে।
©somewhere in net ltd.