![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
সৃজিলে মানুষ দানিলে প্রাণ
ছিল সব যবে মরা,
বানালে ধরণী সাজালে অপরূপ
রাঙিলে বসুন্ধরা।
টানিয়েছ তুমি মাথার 'পরে
নীলাকাশ শামিয়ানাব,
বিছিয়েছ চাদর সবুজ ঘাসের
কী যে মোর 'শাদিয়ানা'।
বিবশ দুপুরে ছড়িয়েছ ছায়া
দিয়েছ স্নেহের আঁচল,
পাহাড় পুড়িয়া ভস্ম করিয়া
বানিয়েছ চোখের কাজল।
মাথায় তোলা ছাদটাতে মোর
তারাদের সমাবেশ,
কুদরতে ভরা সাজানো ডালি
দেখিয়া হয় না শেষ।
পাহাড় চিরিয়া জমিন ফাড়িয়া
দিয়েছ ঝর্ণাধারা,
আকাশের বুক দীর্ণ করিয়া
বর্ষিছ বািরধারা।
©somewhere in net ltd.