![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
বিষাক্ত বিষে ছেয়ে আছে দেহ
ওঝাকে খুঁজিয়া বেড়াই,
দংশিছে মোরে আশীবিষে ওরে
কি করিয়া বিষ ঝাড়াই!!!
ছোবল দিয়েছে আপন করেছি
নিয়েছি স্বাগ্রহে,
বাড়িয়েছি হাত পেয়েছি আঘাত
বেড়েছি আগ্রহে।
কঙ্করময় বিছানা আমার কাঁটাদার পথ মাড়াই
ফাঁসির রজ্জু গলে জড়ায়ে
হাসিয়া দুঃখ ওড়াই।
নির্ঘুমচোখে ফুটেছে জবা
পুকুর খুঁরেছি বুকে,
মরিয়াও আমি বাঁচিয়া আছি,
আছি বড় শোকে-দুঃখে।
কষ্টের ঘানি ঘাড়ে টেনে টেনে
বিরহিয়া ডাহুক সেজেছি,
দুঃখেমোড়া জীবন পেয়েও
পুষ্পের হাসি হেসেছি।
দুপুর ১২.৪৫ মি।
বুধবার
১১-০৮-১৪ ইং
©somewhere in net ltd.