![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
গায়ের বরণে, বয়সের ভারে যদিও আমাকে বড় দেখায় তবুও বিবেক-বুদ্ধির বিবেচনায় রয়ে গেছি দোলনার শিশু। স্থান-কাল-পাত্রভেদে ঢালতে পারি না জ্ঞান। নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি নি আজ অবধি। বড়দের সাথে কখন, কিভাবে কথা বলতে হয় ; কার সাথে কীরূপ আচরণ করতে হয় শিখি নি আজও। সবার সাথে আমার জায় না। আমি যেন কেমন বেমানান।!! কতবার হড়কে পড়েছি পথ চলতে গিয়ে তার ইয়ত্তা নেই। হে মহা জ্ঞানী, আমায় জ্ঞানে সমৃদ্ধ কর, নন্দিত কর হে ! তোমার সুবিশাল জ্ঞানভাণ্ডার থেকে কিঞ্চিৎ জ্ঞান দান কর এ অধমেরে। মানুষ কত চতুর হয়, হয় ধ্রন্দর। থাকে তাদের কত স্বকীয়তা ! আমার কিচ্ছুটি নেই। আমাকে-আমাদেরকে ঠকায়। আড়ালে বৎসায় মাতে। মুখ লুকায়ে মুচকি হাসে। হাসে উপহাসের, বিদ্রুপের হাসি। আমায় রক্ষে কর মালিক, আমায় উদ্ধরাও।
©somewhere in net ltd.