![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
রাসূল আমার,
সহস্র বছর অপেক্ষা করেছি,
পথপানে চেয়ে থেকেছি ততদিন !!!
তুমি আসো নি, পাশে বসো নি কোন দিন।
আমি যে অভীষ্ট ছিলেম তব; নিবিষ্ট ছিলে ধ্যানে-মনে।
অপেক্ষায় ছিলাম তব পরশের, পরম সান্নিধ্যের।
আমি জীবন সায়াহ্নেও তোমার জন্যে অপেক্ষা করবো।
তুমি এসো, এসো প্রিয়তম।
তোমার হাতের এক গেলাশ শরাবে আমার তেষ্টা মিটে যাবে।
তোমার অনিমিখ দর্শনে আমার চিত্ত তৃপ্ত হবে।
তোমার অধরছোঁয়ায় হৃদয়পীড়া বন্ধ হবে।
তোমার পেলবছোঁয়ায় হৃদয়তরী শান্ত হবে।
তুমি এসো প্রিয়তম !
যখন প্রাণ ওষ্ঠাগত আযরাঈল আমার সামনে ;
আমি ভয়ে থরথর কম্পমান
তখন তোমার উপস্থিতি আমার ঠোঁটের কোণে
এক রাশি হাসি ফুটাবে।
তুমি এসো, এসো প্রিয়তম।
২| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হে ইমামুল মোরসালিন
প্রিয় রাসূল আমার;
হাদিয়া স্বরুপ প্রেরিলাম
সকল উত্তম আমলনামার।
হে রাহমাতুল্লিল আলামিন
প্রিয় নয়নমনি;
জীবনে-মরনে,শয়নে-স্বপনে
তোমায় মানিবো জানি।
হে ইমামুল মোত্তাক্বীন
প্রানপ্রিয় সখা;
এসো মোর স্বপনেতে
দাও ওগো দেখা।
হে মোহাম্মদ,হে আবুল কাশেম
হে হাবিবুল্লাহ;
তোমাকে মেনেছি নেতা
হৃদয়ে ''লা শরিক আল্লাহ''।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হে প্রিয় রাসূল
রাষূল আমার
সকল প্রিয়র চেয়ে প্রিয়তম তুমি
তেমনি আমার হতে যদি-করুনায়
আমার কি সাধ্য তোমায় পাই
যদি না কর দয়া-তুমি আমায়!
++++++++