নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যপ্রেমী, কবিতানুরাগী নিজেকে ভাববার প্রয়াস পাই। facebook.com/bikrampori

আবদুল হান্নান বিক্রমপুরী

করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা

আবদুল হান্নান বিক্রমপুরী › বিস্তারিত পোস্টঃ

দুষ্ট ছেলে

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬



বড্ড পাজি ছেলেটি প্রায় থাকে পাগল বেশে
যাচ্ছে তাই করে বেড়ায় সবাই সাথেই মেশে।

দিনমান থাকে দুষ্টুমিতে খানিক পড়া-লেখা
ক্লাস ফাঁকি দিয়ে শুধু ভিডিও গেমস শেখা।

পড়া-লেখা যৎসামান্য দুষ্টুমিতে পাকা__
আর কিছু তার চাইবা না-চাই দিতেই হবে টাকা।

দুষ্টুমি তার আছে বটে অভিজ্ঞতায় পটু
ভাল কথা যাই বা বলে; বলেও যাহা কটু।

সবাই তাকে খারাপ বলে কেউ বা বলে না
বড়র কথা মান্য করে আবার করেও না।

এমন দুষ্ট বালক কভু হয়ো না বন্ধু ওহে !
তোমায় কিছু বলে গেলুম শুনলে দুষ্ট কীহে?

দুষ্টুমি সব ছেড়ে দিয়ে ভালো হয়ে যাও
স্নেহ-প্রীতি, ভালবাসা সব কুড়ায়ে নাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.