![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
বসেছিল এক রাঙাপরী মোর পাশের সিটে আসি’
মন করেছে হরণ আমার মিষ্টি পরীর হাসি।
রাঙা দু’টি তার ঠোঁটের মাঝে চিরল দন্তরাজি
অমন হিরে-মুক্তো বুঝি দেখিল অন্ত: আজি।
খানিক দেখায় অপ্সরা মোর মন করেছে হরণ
যেমন তাহার ঠোঁটের রেখা তেমন তাহার গড়ণ।
চোখের কালো কাজল হেরি’ কৃষ্ণ বর্ণ চুল
তাহার পাশে বসাই ছিল আমার বড্ড ভুল।
রূপের বাহার ঝিলিক মারে পুরো বদনজুড়ে
বৃথাই তাকে স্মরি স্মরি প্রেমিক হৃদয় মরে।
ফর্সা-সফেদ হাত দু’খানা পেলব ছোঁয়া তার
পেতে আমার ইচ্ছে জাগে হাজার শতেক বার।
গাড়ী হতে নেমে এলুম আমি পথের মাঝে
তাহার হাসি মনে পড়ে এখনো মাঝে মাঝে।
23-10-15 ইং
রাত: 10:30 মি:
শুক্রবার
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
আবদুল হান্নান বিক্রমপুরী বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: অনুভূতির টানে দেখি একদম বেরিয়ে পড়লেন !!!! কবিতা ভাল লেগেছে ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রথম প্লাস ।
অনেক সুন্দর ছন্দ ।
কবিতা ভালো লেগেছে আবদুল হান্নান বিক্রমপুরী ভাই