নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যপ্রেমী, কবিতানুরাগী নিজেকে ভাববার প্রয়াস পাই। facebook.com/bikrampori

আবদুল হান্নান বিক্রমপুরী

করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা

আবদুল হান্নান বিক্রমপুরী › বিস্তারিত পোস্টঃ

অচল সময়

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪


চশমাটা পড়ে আছে বইয়ের উপর
সেলফোনটা মুখ থুবড়ে আছে পাশেই
পলকা বাতাসে নড়ছে মাথার চুল
মোম জ্বেলে জ্বেলে মিইয়ে গেছে আগেই
পুরো ঘর অন্ধকারে ডুবা
অধুনা গুটিয়ে গেছি নিজেই__ চুটিয়ে বাঁচবার নির্ভরসায়
নিশ্চল, নিশ্চুপ, নিথর
বাতায়ন পথে কারো আগমন
ঝিরঝির সমাগম বৃষ্টির ফোঁটা
বিরহিয়া ডাহুক ভাঙছে নিরবতা
আমি গুম মেরে আছি
স্থাণু বসে আছি খাটে
বইয়ের পাতা ভিজছে অশ্রু জলে
কলমের নিবটাও ভেঙে গেছে কাল
ডারির পাতাও ফুরিয়ে গেছে বেশ আগেই
ভাবছি বসে অতীতস্মৃতিগুলা
‘স্মৃতিকথা’ পড়ছে মনে বারেকবার
আলুথালু কেশরাশি, অযত্ন-অবহেলায়
মাথায় তোলা ছাদটাকে সাথী করে
ঘুমোই কঙ্করময় বিছানায়
নির্ঘুম কাটে রাত
জ্বালা করে চোখ
সব পেয়েও আমি না পাওয়ার যাতনায় ক্লিষ্ট।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

তামান্না তাবাসসুম বলেছেন: শুভকামনা, নতুন বছরে আরো নতুন নতুন কবিতা উপহার দিন এই কামনায়।

২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো লেগেছে। -- এটা বোধহয় ডায়েরির পাতাও হবে।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

ডট কম ০০৯ বলেছেন: অসম্পূর্ণ মনে হল। আবদ্ধ কথামাল।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০

আজমান আন্দালিব বলেছেন: সব পেয়েও আমি না পাওয়ার যাতনায় ক্লিষ্ট।
...এখানেই সমস্যা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.