![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
জন্মেছি ভাই বাংলাদেশে
বাংলায় কথা বলি,
গ্রাম-বাংলার আঁকাবাঁকা
মেঠোপথে চলি।
বাংলা আমার জন্মভূমি
বাংলা মায়ের ভাষা
আমি বাংলার দামাল, কামাল
খেটে খাওয়া এক চাষা
বাংলার জমি চাষ করি ভাই
সোনার ফসল ফলাই
ক্ষেতের সোনা ঘরে তুলিতে
শরীরের ঘাম ঝরাই।
বাংলাদেশে থাকি আমি
বাংলায় গাই গান,
বাংলার আমার মাথার মুকুট
বাংলা আমার মান।
নাকে লাগে উদোম হাওয়ায়
পাকা ধানের ঘ্রাণ,
গ্রাম-বাংলার রূপ হেরিয়া
জুড়াই মনো-প্রাণ।
‘সোনাঝরা’ ধান গোলায় ওঠে
কৃষকের মুখে হাসি,
তাই তো তোমায় বাংলা
আমি বড্ড ভালবাসি।
যাঁদের ত্যাগে স্বাধীন ভূমি
আজ আমাদের মুঠোয়,
শ্রদ্ধাভরে স্মরি তাঁদের
চোখের পানির ফুঁটায়।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
অগ্নি কল্লোল বলেছেন: অতিকায় চমৎকার।।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর লিখেছেন। ভাল লাগল।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আবদুল হান্নান বিক্রমপুরী সুন্দর একটি কবিতার জন্য । এক কথায় চমৎকার।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
আবদুল হান্নান বিক্রমপুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
ডেড ম্যান ওয়াকিং বলেছেন: আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আপনার এই কবিতা।