| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল হান্নান বিক্রমপুরী
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
বিদায় কথাটি মানতে বড় দ্বিধা
চির জনমের বন্ধন হবে ছিন্ন
মানতে পারি না আমি
খুনসুটি অকাতরে হবে বিলীন
প্রিয়জন হয়ে যাবে অভাজন
করোটিতে তাড়িত হবে অসজ্র স্মৃতিকথা
এ যে বড় কষ্টের বিধান
কলজে ছেঁড়া কি কম কষ্টের বল
এরচে’ বড় কষ্ট বিদায়ের হাতছানি
বিদায়কে কে কবে বরণ করেছে শুনি
বিদায়ের আগে ভাব নি বন্ধু তুমি
বিরহে তব পুড়বে কারো মন
জ্বলবে কারোবা হৃদয়
ভাববার ফুরসত মিলে নি বন্ধু তোমার
কত কষ্টের হয় বিদায় (!?)
বিদায় বলা যত সহজ
মেনে নিতে কষ্ট ততখানি
বিদায় কভু বল না বন্ধু দোহাই
জাঁতাকলে পিষ্ট হব নিরবধি
বিচ্ছেদ যাতনা দুর্বিষহ বিধাতা,
বন্ধন ছেঁড়া কষ্ট তবে এমন !!!
বুঝি নি বিদায়ের আগে আমি।
*** খানিক বিদায় হলেও সেটা বিদায়-ই। আমার কয়েকজন সাথী আজ বিদায় নিচ্ছে। সেই তাড়না থেকেই আজকের এই কবিতার জন্ম।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩
মহা সমন্বয় বলেছেন: সবাইকে একদিন বিদায় নিতে হবে।