![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
প্রণয়ের সুতো কেমন ধীরেধীরে শক্ত হচ্ছে
কিন্তু এই সম্পর্কের নাম অজানা।
নামহীন বন্ধনের সুতো আমার আঙুল জড়িয়ে আছে।
পা জড়িয়ে আছে।
আমি তোমার সব তবে তুমি আমার কিচ্ছু না
যেমন 'না' আমার "আমি"।
কবেই তো কারো হয়ে আছি যবে থেকে তুমি আমার কিচ্ছু না।
যেদিন তুমি আমার "কিচ্ছু" হবে সেদিন
আমার বলে আর কিছু আর থাকবে না।
যেমন থাকবে না তুমি ভিন্ন কারো।
"কিচ্ছু না" জেনেই তো এতো এতো সোহাগ
এত অত প্রেম।
একটা বাঁধনের জন্য সুতোটা কেমন কাতরতা দেখায়।
হাঁটতে গেলে জড়িয়ে ধরে।
চোখের আড়ালে গিঁঠ বাঁধতে চায় কিন্তু
গাঁটছড়া বাঁধে না। সুতো আর কত সুতো হবি? গিঁঠ হবি? গাঁটছড়া হবি না?
©somewhere in net ltd.