![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
ভালবাসি তোমায়।
তুমি নামের অস্তিত্বটাকে।
যেখানে আমি মিশে আছি।
আছো তুমি জড়িয়ে।
তোমার রূপ, দেহ, মোহ নয় ভালবাসি তোমাকে।
যে তুমিতে "আমি" আমাকে খুঁজি।
আমার মাঝে যে "তুমি" নিত্য বসত করে;
যাকে পেলে আমি আমাকে ভুলে যাই,
আমি সেই "তুমি"কে চাই।
কাছে। খুব কাছে। নিবিড়ভাবে কাছে চাই।
যে তুমি এক সত্ত্বায় দুটো প্রাণ হবে
কিন্তু মন থাকবে একটি।
ভালবাসা হবে এক মনের।
আমি তোমাকে পেলে আমি আমাকেও হারাতে রাজি।
জানি, এ আমার পূর্ণতা।
তুমি ছাড়া আমি অপূর্ণ।
সত্যি-ই অপূর্ণ।
আমার পূর্ণতা শুধু তুমি " তুমি"।
©somewhere in net ltd.