নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যপ্রেমী, কবিতানুরাগী নিজেকে ভাববার প্রয়াস পাই। facebook.com/bikrampori

আবদুল হান্নান বিক্রমপুরী

করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা

আবদুল হান্নান বিক্রমপুরী › বিস্তারিত পোস্টঃ

তুমি

২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

তোমাকে ভালবািস ছাড়া কোন ভাষা জানা নেই আমার।
নেই প্রেম করারও ভিন্ন কেউ।
যা দেখি, যতকিছু ভাবি সবখানে, সবকিছুতে শুধু তুমি।
তুমিহীনা জীবন পুরোটাই বৃথা।
তুমি না থাকলে আমি নিঃস্ব।
নিঃস্ব জীবনের তুমিই শুধু সম্বল।
একাকী আনমনে, নিশীথ গোপনে তোমায় অনুভবি।
তুমি এতোটা না জড়ালেও পারতে!
পারতে আমাকে একটু ভিন্ন স্বস্তি দিতে।
কোনদিন যদি না থাকো থাকব কি আমি?
কিভাবে?
প্রাণহীন দেহ সে তো অবহেলিত। অনাদৃত।
এদেহে প্রাণ এই তুমি।
তুমি নেই, তো আমি নেই। নেই কিছু নেই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
মোটামুটি লাগল।

একটু টাইপিং সচেতন হতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.