নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যোগসুত্র

বিমুর্ত০৮০৬

বিমুর্ত০৮০৬ › বিস্তারিত পোস্টঃ

শহর

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

আমার শহরের সুন্দর সকালটা খুব কম মানুষের চোখেই পরে। যান্ত্রিক এই শহরে মানুষগুলো বড় ব্যাস্ত। সব যান্ত্রিকতার মাঝে কখন যে সুন্দর জিনিস গুলো হারিয়ে যায়, তা কারও চোখেই ধরা পরেনা। আমার চোখেও যে খুব একটা পরেছে তা বলবনা। আমিও শহরের ব্যাস্ততায় হারিয়ে যাওয়া একজন। আর সব মানুষের মতই আমার স্বপ্ন, কষ্ট, চাওয়া-পাওয়া, মান-অভিমান এই শহরকে ঘিরেই। শহরের জ্যাম, মানুষের কোলাহল,নান সমস্যা আমাদের হাঁপিয়ে তোলে। তবু কোথায় যেন আমারা বাঁধা পরে আছি। শহরটার প্রতি একটা প্রবল মায়া পরে গেছে। সেই মায়ার বাঁধনটা আজ বড় বেশি অনুভব করছি.শহরটা যেন আমাকে আরও শক্ত করে আঁকড়ে ধরতে চাইছে। শহরের এত মানুষকে খুবই বিরক্তের চোখে দেখেছি,আজ সেই মানুষগুলোই বড় আপন হয়ে ধরা দিচ্ছে। রাস্তার পাশে ময়লা কাপে চা, ঝালমুড়ি, ফুতপাতের দোকান, বাস-ট্রেনে ভীর করা শত শত ব্যাস্ত মানুষ,R.C.C. র কনসার্ট, মুস্তাকিমের চাপ,নান্নার বিরিয়ানি, T.S.C. র আড্ডা সবই আমাকে মায়ায় বেঁধে ফেলতে চাইছে। শত শত সমস্যার মাঝে ছোট ছোট সুখও স্মৃতি অনেক বেশি মূল্যবান মনে হচ্ছে।আমারা সব সময় বলি শহরটা বসবাসের অযোগ্য হয়ে গেছে। আসলেও হয়ত গেছে। জরিপের দিক থেকে আমার শহর বসবাসের ২য় অযোগ্য শহর। কিন্তু এই শহরকে ঘিরেই হাজার মানুষের হাজার স্বপ্ন। আমার কথাই ধরা যাক। আমি কিংবা আমার ফ্যামিলির এখানে আসার পেছনেও একটা স্বপ্ন ছিল।একটা ভাল স্কুল, পড়াশোনার ভাল একটা পরিবেশ। শহরটার একটা আবেদন আছে। সে কাউকেই দূরে ঠেলে দায়না। আমাকে যেমন আপন করে নিয়েছে। এই শহরের রূপ বদলায়। সারাদিন পরে যখন যান্ত্রিক এই শহরটার মাঝে নিরবতা আসে, তখন শুরু হয় কিছু মানুষের সংগ্রামের পালা। তাদের সংগ্রাম আমাদের শহরে বসবাসরত তথাকথিত ভদ্র সমাজকে উপহাস করে। রাস্তার পাশে ময়লা ছেড়া বিছানা-মশারী, রূপোপজীবিনীর গাড় লিপসটীকের বাঁকা হাসি। এরকম হাজার মানুষের কষ্টের পরেও এখানে মানুষ স্বপ্ন দ্যাখে। মানুষগুলো সেই স্বপ্নগুলো নিয়ে বেঁচে থাকে। হয়তো স্বপ্নের কাছে পরাজিত হয়, আবার নতুন করে স্বপ্ন বুনতে শুরু করে।এর নামই হয়তো জীবন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

পাঠক১৯৭১ বলেছেন: রচনা তো নদীর উপর লেখার কথা ছিল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.