নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যোগসুত্র

বিমুর্ত০৮০৬

বিমুর্ত০৮০৬ › বিস্তারিত পোস্টঃ

ভুল ও আমি

২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৩

ঘূর্ণন পৃথিবীর গুঞ্জন নীর ছেড়ে
রূপ বদলে রূপের খোলস
বাস্তবটার কণ্টক জোয়াল
আজ যৌবনের জলসা ঘরে
হৃদয় কুরে কুরে খায়
সে ব্যাথাও অনুভব করি
মাঝে মাঝে ভাবি
ছেড়ে দিয়ে সব, যাক হোক না
ফিরে তাকালেই
ভালোবাসা ভরা কিছু চোখ কাছে টানে
কিন্তু স্বপ্নের পৃথিবী তোলপাড়
হাত-পা থাকবে,মাথা থাকবে বুক থাকবে
সবই থাকবে শুধু মন ছাড়া
অভাবি আত্মা কাঁদবে
ভুল হয়েছে ভেবে
নিজের ইতিহাস ভ্রান্তি হয়ে হাসবে নিরবে
হয়তোবা বিদ্রুপ ও করবে গোপনে
নামতে হয় জীবন সংগ্রামে
মায়াবি মিথ্যার উলঙ্গ জঙ্গলে
বুদ্ধিজীবীতে বাজার ভরা
ওদের আত্মা দুর্গন্ধ ছড়ায়
নাকে লাগে, আর কেউ কি পায়না?
মাঝে মাঝে নিজেকে সরিয়ে নেই
ধোঁয়ার বাঁকে বাঁকে
ইন্দ্রজালে ধোঁয়ার খেলা
মনের জালের ফাঁকে
জীবনের পথ ভুল ঠিকানায়
দূরত্বে দাঁড়িয়ে প্রশ্নের শূন্যতায়
অদৃশ্যের অন্তরাল থেকে নেমে আসে
স্মৃতির মঞ্চে বুকের গভীরে নিভৃত দ্বারে
ভোলার ছলে আর কত কাল
খেই হারিয়ে বেসুরো টাল
আমার ভেতর, আমিই শুধু জানে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.