| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
To whom it may concern -
আমি যখন ক্লাস সিক্সে পড়তাম , আমার অমুক তমুক সভ্যতার সালগুল মুখস্ত করতে কস্ট হতো , আমি নিজে নিজেকে অনেকবার জিজ্ঞাসা করেছি বা আমার বান্ধবীদের অনেকবার বলতে শুনেছি , "দুনিয়াতে কি খালি এগুলাই ঘটেছিল ? আর কিসু নাই অতীতে ? কি বোরিং ব্যাপাররে বাবা ! "
এইটে উঠে আবিস্কার করসি যে ১৯৭১ এর পর ইতিহাস অংশ আর আগায় নাই । খুশি ছিলাম আর কোন সাল তারিখ মুখস্থ করতে হবে না ! জাউজ্ঞা !
ক্লাস ফোরে আমার স্কুল থেকে আমি একটা বই পেয়েছিলাম , আতা সরকারের বই , "সোনাই সরদারের ঢাকা অভিযান " । উপন্যাস দুইকারনে লেখা যায় , বানায় বানায় লিখে অন্যকে আনন্দ দিতে আর যখন অন্য কোন ভাবে সত্য প্রকাশ করা মানা তখন বানানো কথার মধ্যে সত্য চুপ করে ঢুকায় দিয়ে । বইটা ২য় কারনে লেখা ।
"বাই দা ওয়ে - আমি বই পড়ুয়া , এই নিয়ে আমার সামনে/পিছনে টীটকারী মারতে থাকেন সারাদিন , ততক্ষনে আমি আরো দুই তিনটা বই পড়ে আস্তেসি" :'![]()
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪২
রুদ্র জাহেদ বলেছেন: বইপোকার স্মৃতিকথা ভালো লাগল
ব্লগে স্বাগতম
শুভ ব্লগিং