নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আব্দুল্লাহ বিন রাসেল

আব্দুল্লাহ বিন রাসেল › বিস্তারিত পোস্টঃ

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চান

০৫ ই মে, ২০১৬ দুপুর ২:২৪

গ্রাফিক্স ডিজাইন শিখুন ও একজন ভাল মানের ডিজাইনার হোন। বর্তমানে গ্রাফিক্স ডিজাইনের উপর ভাল খারাপ অনেক ট্রেনিং সেন্টার আছে। কিন্তু বুঝতে পারছেন না ভালভাবে গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন। আপনারা হয়তো কেউ কেউ বিভিন্ন ট্রেনিং সেন্টারে গ্রাফিক্স শিখেছেন ৩,০০০/- থেকে ৫০,০০০/- টাকার মধ্যে বা এর থেকেও বেশী টাকা দিয়ে শিখেছেন কিন্তু ভালভাবে সফল হতে পারেননি। কোথাও চাকুরী খুঁজতে গেলে চাকুরী হচ্ছে না বা আপনাকে কোন কোম্পানী ডিজাইনার হিসাবে চাকুরীতে নিচ্ছে না। তার কিছু কারণ আছে যা আমি আপনাকে সংক্ষিপ্তভাবে কয়েকটি কারণ বলবো যেমন: 1) আপনি ভাল ডিজাইন পারেন কিন্তু প্রেস প্রিন্টিং সম্পর্কে ধারণা নাই বা আছে খুব কম 2) আপনি ডিজাইন ও প্রেস প্রিন্টিং সম্পর্কে ভাল জানেন কিন্তু আপনার মধ্যে কাজের ক্রিয়েটিভিটি নাই 3) আপনি ডিজাইন ও প্রেস প্রিন্টিং সম্পর্কে জানেন সাথে ভাল কাজের ক্রিয়েটিভিটি আছে কিন্তু আপনার টেকনিক্যালি অভাবের কারণে দ্রুতভাবে কাজ শেষ করতে পারেন না বা আপনি খুব ধীর গতিতে কাজ করেন। 4) অনেকে আছে ডিজাইন করতে পারে অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চায় কিন্তু অনলাইনে কাজ পায় না আপনি জানেন না কিভাবে কাজ আনতে হয়। আপনার টেকনিক্যালি অভাবের কারণে এই সব সমস্যা যদি থাকে তাহলে আপনি কাজ পাবেন না বা চাকুরী পাবেন না। অনেকের ইচ্ছা ভাল মানের ডিজাইনার হতে চাচ্ছেন বা পেশাদার হিসাবে উপযুক্ত ও ক্রিয়েটিভিটি খাটাতে চাচ্ছেন, কিন্তু হচ্ছে না। আবার অনেকেই আছে যারা শুধু ডিজাইন শিখেছেন কিন্তু প্রিন্টিং ও অনলাইন জগত সম্পর্কে সম্পূর্ন কাঁচা। তাছাড়া আমি নিজে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার আমি নিজে ব্যক্তিগত ভাবে শিখায়। আপনি চাইলে আমার ট্রেনিং সেন্টারে শিখতে পারেন/ আপনার বাসা বেশী দূর হলে অনলাইনে শিখাতে পারি/ আপনার বাসায় শিখতে পারেন।

গ্রাফিক্স ডিজাইন যা শিখানো হবে নিম্নে দেয়া হলো-
০১. লোগো ডিজাইন এবং মোকআপ
০২. বিজনেস কার্ড মোকআপ
০৩. ব্রুশিয়ার মোকআপ
০৪. ম্যাগাজিন মোকআপ
০৫. থ্রিডি মেডিসিন বক্স তৈরি করা
০৬. ব্রুশিয়ার ডিজাইন
০৭. ভিজিটিং কার্ড ডিজাইন
০৮. পিভিসি ডিজাইন
০৯. ম্যাগাজিন ডিজাইন
১০. পোষ্টার ডিজাইন
১১. বিলবোর্ড ডিজাইন
১২. বুক কভার ডিজাইন
১৩. ক্যালেন্ডার ডিজাইন
১৪. নিউজ পেপার ডিজাইন
১৫. ইবুক ডিজাইন
১৬. ফ্লাইয়ার ডিজাইন
১৭. ফটোকার্ড ডিজাইন
১৮. বিজনেস ফর্ম ডিজাইন
১৯. প্রেসে ছাপানোর জন্য আউটপুট সেটাপ দেওয়া
২০. কালার সেপারেশন করা
২১. স্কেল মেজারমেন্ট
২২. ইনভেলাপস
২৩. ভাউচার তৈরি করা
২৪. ক্যাশ মেমো তৈরি করা
২৫. মানিরিসিট তৈরি করা
২৬. সৃজনশীল লোগো তৈরি করা
২৭. সাইনবোর্ড তৈরি করা
২৮. কালার ম্যানেজমেন্ট করা
২৯. কিভাবে স্ক্যান করে ও ড্রাম স্ক্যান করতে হয়
৩০. বড় বড় প্রজেক্ট দেখানো।
৩১. CMYK/ RGB/ Pantone Color Code Idea
৩২. বুক ফর্মা সেটিং
৩৩. স্পট, এম্বস এবং মেট লেমিনেশন
৩৪. স্পাইরাল বাইন্ডিং, ওয়ার বাইন্ডিং
৩৫. প্রেস প্রিন্টিং পেপার সাইজ মেজারমেন্ট সম্পর্কে ধারনা
৩৬. বারকোড, লেবেল, হ্যাঙ্গট্যাগ, স্টিকার, ফার্মাটিক্যালস সম্পর্কে জানা
৩৭. কি বোর্ড শর্টকার্ট সম্পর্কে জানা
৩৮. সম্পূর্ন আপগ্রেড ভার্সনে কাজ করা
৩৯. এছাড়াও ডিজাইনের আরো টেকনিক কিছু শিখানো হবে

Address: East Manik Nagar, Dhaka- 1203
skype ID: abdullah.rasel

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.