নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিহারিকা_

মানুষের মন বড়ই জটিল গোলকধাঁধা

নিহারিকা_ › বিস্তারিত পোস্টঃ

অপটিক্যাল ফাইবারের জনক

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০


শুভ জন্মদিন স্যার চার্লস কুওন কাঔ (Charles Kuen Kao) (高錕) ।
তিনি সাংহাই-এ ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। কাঔ ১৯৪৮ সালে তার পরিবারের সঙ্গে হংকং এ চলে আসেন এবং তারপর তিনি লন্ডনে এসে তড়িৎ প্রকৌশল গবেষণার সাথে যুক্ত হন । প্রথম দিকে ১৯৬০ সালে তিনি লন্ডনের বাইরে স্ট্যান্ডার্ড টেলিযোগাযোগ গবেষণাগারে কাজ করেন । সেখানে তিনি এবং তার সহকর্মীরা কাচের মাধ্যমে অপটিক্যাল সংকেত পাঠানোর সমস্যা মোকাবেলা করেন। তিনি বুঝতে পারেন কাচ নয় বরং ফাইবার আদর্শ মাধ্যম ছিল সংকেত পাঠানোর জন্যে । ১৯৬০ সালের মধ্য তিনি এবং তার দল অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দূরপ্রসারী টেলিযোগাযোগ সম্ভবপর করেন । তিনি যোগাযোগের জন্য ফাইবার অপটিক্যালের মধ্যে আলোর সংক্রমণ বিষয়ে যে সাফল্য অর্জন করেন তা ছিল যুগান্তকারী। ২০০৯ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রদান করা হয় তাঁকে। এই সে ফাইবার অপটিক্স যার উপর বিশাল পরিমাণে ইন্টারনেট শিল্প নির্ভর। কারণ এই ফাইবার অপটিক্সের মাধ্যমে দ্রুত এবং দক্ষতার সাথে তথ্য বিনিময় করা হয় সারা বিশ্বে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

আজমান আন্দালিব বলেছেন: শুভ জন্মদিন স্যার চার্লস কুওন কাঔ (Charles Kuen Kao)

২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

অন্ধবিন্দু বলেছেন:
বাহ্ ! মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, নিহারিকা।

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২১

নিহারিকা_ বলেছেন: আপনাকেও ধন্যবাদ লেখাটি পড়ার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.