![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বন্ধুদের মাঝে নিধি সবচেয়ে বেশি চুপচাপ থাকে। অন্য কারুর কাছে সমস্যা নামক বস্তুটির আনাগুনা কম হলেও নিধির কাছে সমস্যাগুলো একটি স্থায়ী বসতি করে রেখেছে । আজও হয়ত কোনো সমস্যায় পরেছে। মুখের অবয়ব তো তাই বলছে। তাই আমি আর হৃদি তার কাছে গেলাম কি হয়েছে তা জানতে। সে আগের মত গম্ভীর হয়ে বসে আছে। কিছু বলছে না দেখে হৃদি কথা বলা শুরু করল। জানিস, আমরা সবাই কোনো না কোনো সমস্যায় জড়িত। একটি সমস্যার মূলত তিনটি সমাধান হতে পারেঃ তুমি সমস্যাটাকে গ্রহণ কর এবং তা সমাধানে অগ্রসর হও, যদি সমস্যাটাকে গ্রহণ করতে না পার তবে সেই সমস্যাটাকে বদলে ফেলার চেষ্টা কর আর যদি তাও না পার তবে সমস্যাটাকে ত্যাগ কর।
নিধি কথাগুলো শুনে মনে হল কিছুটা শান্ত হতে পেরেছে। সে তখন বলতে লাগল, আমি আসলে এমন করে ভাবিনি কখনো । আসলেই তো । আমি সমস্যাটাকে সমাধান করতে পারি অথবা তাকে ত্যাগ করতে পারি। এত ভেবে তো লাভ হচ্ছে না। তার মুখে একটি ছোট হাসির রেখা দেখতে পেলাম আমরা।
আসলে কোনো সমস্যাই এত বড় নয় যতটা আমরা ভাবি। একটু ভেবে দেখুন তার সমাধান পেয়ে যাবেন আর না পেলে তাকে বরঞ্চ ত্যাগ করাটাই শ্রেয় ।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১
সকাল হাসান বলেছেন: সমস্যায় থাকলে সবারই মাথা কম কাজ করে! ঐটাইমে না পারে সমাধান বের করতে না পারে ঐটা ত্যাগ করতে! এই জন্যই আস্তে আস্তে সমস্যাগুলো বড় হয়!
প্রকৃতপক্ষে, চাইলেই পারা যায়! কিন্তু ঐ সময়ে চাওয়ার মানসিকতাটা আর থাকে না!