![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাদের মাঝে কিসের মিল !!??
মিস খুব মজা করে অনেক তথ্য আমাদের দেন প্রতি ক্লাসে !
আজকের ক্লাসে তিনি বলতে লাগলেন হিটলার ( Adolf Hitler ) আর নেপোলিয়ান ( Napoléon Bonaparte ) এর কথা ।
তিনি শুরু করলেন যেমন করে :
তোমরা কি জানো হিটলার আর নেপোলিয়ান এর মাঝে অনেক মিল খুঁজে পাওয়া যায় ।
আমাদের চোখ ছানাবড়া ।
তিনি বলতে লাগলেন, নেপোলিয়ান ১৫ অগাস্ট ১৭৬৯ সালে জন্ম গ্রহণ করেন ।
আর হিটলার জন্ম গ্রহণ করেন ২০ এপ্রিল ১৮৮৯ সালে । প্রায় ১২০ বছরের ব্যবধান ।
নেপোলিয়ান ১৮০৪ সালে রাজা হন আর হিটলার ১৯৩৩ সালে জার্মানি এর চ্যান্সেলর হন ।
নেপোলিয়ান ২৪ জুন ১৮১২ সালে রাশিয়া আক্রমণ করেন । প্রায় ১২৯ বছর পর হিটলার ২২ জুন ১৯৪১ সালে রাশিয়া আক্রমণ করেন !!
৫ মে ১৮২১ সালে নেপোলিয়ান মারা যান আর তার ১২৪ বছর পর হিটলারের মৃত্যুর খবর পাওয়া যায় (৩০এপ্রিল) ।
ক্লাস শেষে আমরা সবাই আরও তথ্যের খোঁজ করি । আসলেই কত কিছু জানার বাকি !
২| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৪
মুক্তকণ্ঠ বলেছেন: ঢাকাবাসী বলেছেন: এগুলো কোনো মিলই না!
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৯
ঢাকাবাসী বলেছেন: এগুলো কোনো মিলই না!