নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিহারিকা_

মানুষের মন বড়ই জটিল গোলকধাঁধা

নিহারিকা_ › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র প্রাণীজগৎ !!

১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪০

আমাদের আশাপাশে কত প্রানির বসবসা অথচ আমরা এদের অনেকের নাম পর্যন্ত জানি না। বিচিত্র এই সকল প্রানিদের বসবাস এই পৃথিবীতে, কিন্তু এদের সম্পর্কে জানা না থাকলে আপনার মনে হতে পারে এরা কি আধো এই জগতের নাকি ভিন্ন জগতের বসবাসকারী!
চলুন তবে জেনে নেওয়া যাক এদের সম্পর্কে :)

ইনি হলেন ‪Curculio‬
বিশ্বব্যাপী তাদের ৩৫০০০টি প্রজাতি রয়েছে।

এরা Curculionidae পরিবারের অন্তর্ভুক্ত।

প্রাপ্তবয়স্ক নারী Curculio রা অপূর্ণাঙ্গ গর্ত তৈরি করে বাদামের ভেতর, ডিম পাড়ার জন্য।
সেই বাদামের গর্তের মধ্যেই ডিম ফোটে বাচ্চা Curculio রা একসময় বেরিয়ে আসে।


আরেকটি বিচিত্র প্রানি হল শিফাক।

শিফাক লেমু (Coquerel's sifaka ) Indriidae পরিবার ভুক্ত। অন্যান্য লেমুরদের মত তাদেরকেও মাদাগাস্কার দ্বীপে পাওয়া যায়। শরীরের দৈর্ঘ্য ৪২ থেকে ৫০ সে.মি. এবং ওজন ৪ কেজি। লেজটি ৫০ থেকে ৬০ সে.মি. দীর্ঘ হয়ে থাকে। পাতা, ফুল ও ফল খেয়েই তারা জীবন ধারণ করে।

আর হ্যাঁ, তারা টারজান এর মত করে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়াতে পারে ।
৩২.৮ ফুট দূরত্ববিশিষ্ট গাছে তারা লাফ দিয়ে চলাচল করে থাকে !
একজন দক্ষতাপূর্ণ জাম্পার তাদেরকে বলা যেতেই পারে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো পিলাচ

২| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.