নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিহারিকা_

মানুষের মন বড়ই জটিল গোলকধাঁধা

নিহারিকা_ › বিস্তারিত পোস্টঃ

ক্যারোলিন হার্শেলের ২৬৬ তম জন্মদিন

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৫


বুধবারে গুগলের ডুডল জুরে ছিলেন (বিশ্বের কিছু অংশে) ক্যারোলিন হার্শেল।

ক্যারোলিন লুক্রেশিয়া হার্শেল (১৬ মার্চ ১৭৫০ - ৯ জানুয়ারি ১৮৪৮) একজন জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী স্যার উইলিয়াম হার্শেলের বোন।
জ্যোতির্বিদ্যায় তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ধূমকেতু 35P/Herschel-Rigollet আবিষ্কার, যা তাঁর নাম বহন করে।
তিনি প্রথম মহিলা জ্যোতিবিজ্ঞানী যিনি বিজ্ঞানে অবদানের জন্য রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (১৮২৮) কর্তৃক একটি গোল্ড মেডেলে ভূষিত হন।

এই বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আসলে একজন গায়িকা হিসাবে তার কর্মজীবন শুরু করেন।
ইংল্যান্ডে থাকাকালীন সময়ে, উইলিয়াম ও ক্যারোলিন জ্যোতির্বিদ্যায় আগ্রহী হয়ে ওঠেন।
নীহারিকার তখনো ধারাক্রমে ম্যাপ করা হয়নি।
তাই ক্যারোলিন এবং তাঁর ভাই মিলে নীহারিকার ম্যাপ করার কাজে লেগে পরেন।
রাতে, উইলিয়াম তাঁর দূরবীনের মাধ্যমে আকাশ দেখতেন এবং ক্যারোলিন তাঁর পর্যবেক্ষণের রেকর্ড রাখতেন।
পরবর্তী সময়ে তিনি তাদের এই তথ্যসমূহ প্রকাশ করেন।
দেখা যায়, তারা প্রায় ২৫০০ টি নক্ষত্র এবং নীহারিকার ম্যাপিং করেন।

৯৬ তম জন্মদিন উপলক্ষে প্রুশিয়ার রাজা তাঁকে বিজ্ঞানে অবদানের জন্য একটি স্বর্ণপদক প্রদান করেন, ১৮৪৬ সালে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

নুর আমিন লেবু বলেছেন: অজানা কিছু জানলাম।
ভাল লাগল।

২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৮

বিজন রয় বলেছেন: জানলাম।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.