![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবছা আঁধারে যখন ঢাকা পড়ে গেছে চোখ, কোন্খান থেকে যেন পদশব্দ শোনা গেল। অন্ধকার গাঢ় হচ্ছে, ক্রমশ অনিশ্চিত হয়ে উঠছে পথ, কিন্তু ঠিক তেমনিই দুলছে ঠোঁট, যেন শুধু আফসোস, কেন ভরদুপুরে জমলোনা হাট! আমাদের হাট!
যে নদীতে হাট ছোঁয়া যায়, তাতে ভরাজল। সেও এক বিস্ময়। তার শিরা উপশিরায় এখনও ফিসফাস প্রতিধ্বনি। কোন কোন দিন নিজেকে চেনাই যেত না। কেউ কেউ যখন পাল খাটিয়ে সওদা নিয়ে আসতো হাটে, নিজের গর্বও কি কিছুমাত্র কম হতো? তারা যেতো আসতো, আমরা ঠাঁয় নিজেদের ডুব সাঁতারে এত ব্যস্ত...।
কিন্তু জমলো না। পৌঁছলাম না ঘাটে আমরা। কি এক অদ্ভুত খেয়ালে হাঁটতে-হাঁটতে আর হাঁটতে-হাঁটতে জলের রেখা দৃষ্টির বাইরে চলে গেলো আমাদের। মেঘের অন্ধকারে, বৃষ্টির ছাঁট আজো হাটের কলরব বয়ে নিয়ে আসে। আবছা আলোয় দাঁড়িয়ে থাকে পূর্বাশা।
©somewhere in net ltd.