নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেইল : [email protected]

বিপ্লব০০৭

...

বিপ্লব০০৭ › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ প্রার্থনা

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২



টুপ!

মহাসমুদ্রের কতকালের স্তব্ধতা ভেঙ্গে হঠাৎ ছন্দপতন

ধ্যান ভেঙ্গে যায় এইবার।

জীবনের সমস্ত রঙ্গীন অলি-গলি ঘুরে এসে অনুতপ্ত বিশ্বাসী অর্ধশতাব্দীর প্রার্থনাশেষে আশান্বিত চোখ তোলে।

জলের ওপর পুরনো চাঁদের প্রতিফলন,
গাছের পাতায় পাতায় অদ্ভূত সব ফিসফিসে কণ্ঠস্বর,
নিচে বিষণ্ন বাতাসেরা
আর উপরে ছেঁড়া ছেঁড়া প্রাচীন মেঘেরা ...

...হায়ারোগ্লিফিকে লিখে যায় অস্তিত্বের সমস্ত গোপন রহস্য, জীবন কিংবা মৃত্যুকে ছাড়িয়ে ওপারের ইতিহাস।

কী আশ্চর্য! গভীর রাতে ঘুম ভেঙ্গে খোলা জানালা দিয়ে পৃথিবীর মানুষেরা নির্বাক স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সে ইতিহাসের দিকে, এমনকি নৃপেন বাবুও সাময়িক বিভ্রান্ত হয়ে পড়েন কখনও কখনও।

মহাকাল কী বলতে চায় আজ এ রাতে?

ঐ আকাশের ওপারে আকাশ, তার ওপারে বসে নিশ্চয় স্বর্গের দেবদূতরা তাকিয়ে আশীর্বাদ করে যাচ্ছে আমায়; অথচ তারপরও ছায়াপথের প্রান্তে প্রান্তে আজ এমন শূন্যতা কেন? নক্ষত্রখচিত মহারাত্রির আকাশে কালের অব্যক্ত ভাষা ঈশ্বরকে ছাড়িয়ে দিয়ে কিসের বেদনার্ত সুর তোলে আজ? মানবিক ভাষায় অনুবাদ করতে ব্যর্থ হয় অনুসন্ধানী। ব্যর্থ হন নৃপেন বাবুও।

বাইরে পেয়ারার ডালে দু'একটি বাদুড় ডানা ঝাপটে যায়।
প্রেতাত্নারা ইত:স্তত হেঁটে বেড়ায় এদিক-ওদিক।
হেসে ওঠে অপশক্তির উপাসক আর কৃষ্ণমূর্তিরা খলখল শব্দে।

সহসা এক তীব্র বেদনা চিরে যায় প্রফেটের অনুভূতিগুলো, মনে পড়ে যায় আগে যারা এসেছিলেন তাঁরাও প্রথমবার বিভ্রান্ত হয়েছিলেন অন্ধকারকে আলো ভেবে...উপলব্ধি করতে পারেন তিনি এইবার- তাহলে ওটা ছিল শয়তানের প্রতারণা!


প্রত্যাদেশ আসেনি!

তবে আর কত রাত কাটবে নির্ঘুম ধ্যানে?

কবে করবেন প্রভূ দয়া করে একটু অনুগ্রহ?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
সুন্দর আবেগ।

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

বিপ্লব০০৭ বলেছেন: আপনার অ্যাপ্রিশিয়েশনের জন্য ধন্যবাদ।

২| ২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

এখওয়ানআখী বলেছেন: আরো কিছুটা সময় == নিশ্চয় প্রভূ দয়া করবেন। সুন্দর লেখা

২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১২

বিপ্লব০০৭ বলেছেন: সময় গেলে যদি সাধন না হয়!

৩| ২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

রোকনুজ্জামান খান বলেছেন: অন্ধকার কে আলো ভাবার আগে ভালো করে যাচাই করাটা জরুরী ।
নচেৎ আপনার জন্য অপেক্ষা করবে বিরম্বনা।
অনুগ্রহ করতে প্রভূর বারণ নেই দয়া একদিন হবেই ।

২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

বিপ্লব০০৭ বলেছেন: শয়তানের দ্বারা খোদ মহানবীও একবার প্রতারিত হয়েছিলেন, আর আমরাতো সাধারন অনুসারীদের দলে! :)

৪| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার অ্যাপ্রিশিয়েশনের জন্য ধন্যবাদ।


ভালো থাকবেন।

৫| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪২

অক্পটে বলেছেন: লেখাটি পড়ে ফেলেছি সহজে। কিন্তু নিজের মধ্যে ভাবনাগুলো ডালপালা বিস্তার করছে নানা ভাবে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

বিপ্লব০০৭ বলেছেন: ভালোবাসা মরে যায়, সন্দেহ ডালপালা বিস্তার করে- কোন মনীষী বলেছিলেন এই নাকি হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.