নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেইল : [email protected]

বিপ্লব০০৭

...

বিপ্লব০০৭ › বিস্তারিত পোস্টঃ

বিস্মরণ

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫



আমার হাত যেদিন শেষবার ধরেছিলে তুমি,
ঠিক এই ইউক্যালিপ্টাসের পাশে দাঁড়িয়ে,
সেদিন থেকেই একা হাঁটতে শিখেছি।
তারপর কোন দু:খ নয়, ব্যাথা নয়, বেদনা নয়;
বরং মেঘেরা যখন বিষণ্ণ স্বরে গুঙ্গিয়ে ওঠে,
একা বালুচরে বসে কত রোদকাব্য লিখেছি।



না না, ভেবো না অত সহজে পেরেছি,
আত্নভোলা কবি হতে পারি নি কখনো;
আয়নার ওপাশে অদ্বিতীয় আমিই ছিলাম- আছি আজও।



কিন্তু জানো, একসময় দিনগুলো যেন কাটতেই চাইত না,
কী যে দু:সহ ছিল ধূসর রৌদ্রে ক্লান্তিহীন তোমাকে খোঁজা...।
এই ইউক্যালিপ্টাস জানে কতদিন বসেছিলাম একা...
নি:সঙ্গ ফিনিক্সের মতই উড়েছি অর্থহীন দুঃখময়তা
আর দুঃখময় অর্থহীনতায় ডুবে-থাকা
এ শহরের ভূতুড়ে স্তব্ধতায় একটু ছন্দপতনের খোঁজে।



ভবঘুরের মতন শতবর্ষ শব্দশূন্যতায় ঘুরে মরেছি মিছে ...
জেনেছি নৈ:শব্দ্যও কখনো এতটা প্রকট হতে পারে।



**************



তারপর অতিথিদের শেষবার ডানা ঝাপটানো পশ্চিমের ঝিলে...
ধুলোর স্তর গাঢ়তর হয়ে আসে সে ইউক্যালিপ্টাসের বৃদ্ধ ডালে।

বিবর্ন ঝরাপাতাদের দিন শেষ হলে অবশেষে
অবারিত জলে ভেসে গেছে প্রাচীন অশ্রুর ইতিহাস।।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮

রাকু হাসান বলেছেন: রোদকাব্য শব্দাট একটু বেশিই ভাল লাগলো । :-B কবিতায় আমার ভাল লাগাটা রেখে গেলাম ,যত্নে রাখবেন আশা করি , ;)

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২

বিপ্লব০০৭ বলেছেন: চোখ বুঁজে... :)

২| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: ভোলো লাগলো।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭

বিপ্লব০০৭ বলেছেন: খারাপ লাগলেও কমেন্ট করে যাবেন... ;)

৩| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

বিপ্লব০০৭ বলেছেন: ঠিকই বলেছেন।

৪| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে। ছবি এবং শিরোনামটাও। + +
'বিষন্ন' এর সঠিক বানানটা হবে বিষণ্ণ। সম্পাদনা করে নিলে ভাল হয়।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

বিপ্লব০০৭ বলেছেন: ঠিক করে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.