নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেইল : [email protected]

বিপ্লব০০৭

...

বিপ্লব০০৭ › বিস্তারিত পোস্টঃ

মির্চা এলিয়াদ ও মৈত্রেয়ী দেবী

৩০ শে জুলাই, ২০২০ রাত ৩:৪৯



মির্চা এলিয়াদ তার বই 'লা নুই বেঙ্গলি'-তে যা লিখেছে মৈত্রেয়ী দেবী 'ন হন্যতে' বইয়ে সেইটা অস্বীকার করেছে যেটা থেকে বোঝা যায় দু'জনের মধ্যে একজন সত্যি বলছে না। এর কারণ কি হতে পারে? সম্ভবত দু'জনের সম্পর্ক প্লেটোনিকের সীমা ছাড়িয়ে যেতেও পারে, মৈত্রেয়ী দেবী নিজের সমাজ-সংস্কারের ভয়ে হয়তো মির্চা এলিয়াদের বর্ণনাকে অতিরঞ্জন বলেছে কারণ এছাড়া আর তাঁর সামনে কোন উপায় ছিলো না। তাছাড়া মৈত্রেয়ীকে হারিয়ে মির্চা 'লা নুই বেঙ্গলি'-তে নিজের উদভ্রান্ত অবস্থার যে বর্ণনা দিয়েছে ওইটাও পাঠককে আলোড়িত না করে পারে না। লোলিটাকে হারিয়ে হামবার্টের প্রেমিক মনের ব্যর্থতার যে যন্ত্রণা নভোকভ তুলে ধরেছেন, এলিয়াদের যন্ত্রণাটাও অনেকটা তেমনই। তাছাড়া ন হন্যতে-তে মৈত্রেয়ীর বর্ণনায়ও শেষপর্যন্ত লা নুই বেঙ্গলির 'কমিটেড' মির্চাকেই খুঁজে পাওয়া যায়। সুতরাং সন্দেহের তীর মৈত্রেয়ী দেবীর দিকেই বেশি যায়।

সবকিছুর পরে বলা যায়, মির্চা এলিয়াদ এবং মৈত্রেয়ী দেবী এই প্রেমিক-প্রেমিকার লেখা যথাক্রমে লা নুই বেঙ্গলি এবং ন হন্যতে-- দু'টি বই-ই মাস্টারপিস।

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২০ ভোর ৪:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: তৃতীয় কোনও পক্ষের এই দুইজনের উপর এখন লেখা উচিত।

৩০ শে জুলাই, ২০২০ ভোর ৪:২২

বিপ্লব০০৭ বলেছেন: ওদের সাথে যারা জড়িত ছিলো, বিশেষ করে মৈত্রেয়ী দেবীর পরিবারের কেউ ভালো বলতে পারে এ ব্যাপারে।

২| ৩০ শে জুলাই, ২০২০ সকাল ৭:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো লাগলো।

৩০ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪৬

বিপ্লব০০৭ বলেছেন: দা বেঙ্গল নাইট নামে একটি মুভিও আছে।

৩| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: দা বেঙ্গল নাইট মুভিটার লিংক দিবেন প্লীজ।

৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪১

বিপ্লব০০৭ বলেছেন: ছবিটার ভালো প্রিন্ট অনলাইনে নেই। যেটা আছে ওটা দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। এই যে লিঙ্ক দা বেঙ্গলি নাইট

৪| ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৬

বিপ্লব০০৭ বলেছেন: ধন্যবাদ।

৫| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: মৈত্রেয়ীরা তো এমনই হয়!!







যেমন আমি!!! :P


সত্যি বলে নিজের পায়ে কুঁড়াল মারার কোনোই দক্কাল নাই ভাইয়া!!! মৈত্রেয়ী ঠিক করেছে। এবং সত্যি বলেনি।


মির্চা এলিয়াদের আবার কি??
নেংটার নাই বাটপাড়ের ভয়! তার কি আর কোনো ঝক্কি পোহাতে হত যা মৈত্রেয়ী দেবীর হত।

মৈত্রেয়ী দেবী জিন্দাবাদ।

মির্চা শয়তান সব ফাঁস করে দিলো। অবশ্য ফাঁস না করলে কি এই অমর প্রেমের কাব্য আমাদের জানা হত বলো??? :)

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৯

বিপ্লব০০৭ বলেছেন: মুড অফ বুঝছো। তোমার স্বতঃস্ফূর্ত কমেন্টের রিপ্লাই পরে দিতে হবে। B-)

৬| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৫

শায়মা বলেছেন: তোমার ম্যুড মাঝে মাঝে অফ হয় কেনো ভাইয়া প্রায়ই!!!!!!

বুঝেছি ভাবীজির সাথে ঝগড়াজী হয়েছে জী! :P

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:২১

বিপ্লব০০৭ বলেছেন: তোমরা (দুঃখিত কমেন্টের মধ্যকার পুরুষতান্ত্রিক সুরের জন্য) যে কেমনে পারো সবসময় মুড 'অন' করে থাকতে...এত সুখ কোথা থেকে আসে প্রভূ জানেন। আমি আসলেই বুঝি না। আর ভাবীজি নেই,অনেক আগে ছ্যাঁকা দিয়ে চলে গেছে। এখন একা পাখি। বুঝেছো! B-)

৭| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৭

শায়মা বলেছেন: কি বলো!!!!!!!!!!!!!! :(

সেই জন্যই তো এতক্ষণ ইডিয়টের ম্যারেজ খুঁজেই পেলাম না!!!! :(

ভাবছিলাম হায় হায় এটা কোনো বিপ্লব ভাইয়ু! :( :( :(

থাক ভাইয়া নো দুঃখ! :(

সত্যিই ঢং না কিন্তু!

কিছুদিন আগে একজন মির্চা এলিয়দের অভিযোগ শুনেও মন খারাপ হয়েছিলো। পরে রাগও হয়েছিলো । পরে আবার মুড অন করে নিলাম স্যুইচ দিয়ে !!! যাইহোক আর তাই হোক পুরুষতান্তিক সূরে গাও আর মেয়ে তান্ত্রিকেই গাও দোষ কি এলিয়াদদেরও কম থাকে!!!

বেক্কলপনার জন্যও কত মৈত্রেয়ী দেবীদেরকে চোখের জলের মত স্মৃতির জলও লুকাতে হয়!!! :(

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৯

বিপ্লব০০৭ বলেছেন: আর বলো না। আজকে মেজাজটা তিরিক্ষি হয়ে আছিলো, ব্লগে এসে তোমার কমেন্টস পড়ে ওটা কেটে উঠেছে। :D

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪০

বিপ্লব০০৭ বলেছেন: এইসব মির্চা এলিয়াদদের অভিযোগ শুনে মন খারাপ করার মতন মিসটেইক আর করো না। তুমি যেমন আছো ওমনিতেই ভালো।

৮| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৬

শায়মা বলেছেন: হা হা গুড বয় ভাইয়া!!!
এই জন্য ব্লগ হলো মন খারাপের ওষুধ বিষুধ!

আচ্ছা এবারে বলি। লা নুই বেঙ্গলী বইটা যখন পড়েছিলাম মির্চা ইলিয়াডের দুস্কে তখন জীবন যায় যায়!!!

ন হন্যতে পড়ার পরে মৈত্রেয়ী দেবীর দুস্কে আরও জীবন গেলো! কারণ বুঝলাম কোন দুঃখ আর ভয়ে সে সব কিছু লুকিয়েছে। :(

কাউকেই আসলে দোষ দেওয়া যায় না। পরিবেশ পরিস্থিতি স্থান কাল বা পাত্র মানুষকে নানা রকম অভিজ্ঞতায় ফেলে দেয়। কোনটা হারা বা কোনটা জেতা আমি জানিনা তবে অপরিনামদর্শীতা দুঃখ বয়ে আনে।

তবুও সেটা মানতেই হবে। এটাই জীবন! :)

মানুষ দুঃখের চর্চা করতে ভালোবাসে আর বিষন্ন হয়! আমি বলি যত বিষন্নতা তত কিকআউট!! হা হা কাল বা পরশু একটা ভাইয়া লিখেছিলো বিষন্নতায় কোন কোন কাজ করবেন না। সেটা খুবই ভালো ব্লগ ছিলো।

বিষন্নতার প্রথম ওষুধ বিষন্নতাকে নিয়ে না ভাবা!

দাঁড়াও তোমাকে একটু পরে আম মেইল করছি!

আর একটা কাজ করো মিঃ বিন দেখো।
নইলে অননত জলিলের ভিডিও!

দেখেই দেখো। অব্যার্থ!! দুস্ক বেদনা কই যে পালাবে!!!!!!!!! :P

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৪

বিপ্লব০০৭ বলেছেন: নামের স্পেলিংটা ভুল করেছো! ওর ভিডিও আমি নিয়মিতই দেখি। রিসেন্ট একটি সাক্ষাৎকারে সে বলেছে তার নামের শুদ্ধ উচ্চারণ নাকি অ্যানান্তা (Ananata) হবে!!! B-)

৯| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৯

শায়মা বলেছেন: ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪০০

লেখক বলেছেন: এইসব মির্চা এলিয়াদদের অভিযোগ শুনে মন খারাপ করার মতন মিসটেইক আর করো না। তুমি যেমন আছো ওমনিতেই ভালো।


একদম তাই। মন খারাপ করতেই চাই না!! ভালোই থাকতে চাই আর তাই আমি ভালো তো থাকিই আনন্দেই থাকি! দাঁড়াও তোমাকে একটা মন ভালো করা ছবি দেখাই-

আমার রিসেন্ট ফুড আর্ট!




কেমন হইতে বলো!!!!!!!!! :P

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৬

বিপ্লব০০৭ বলেছেন: এই যে তুমি হলে আমার এই প্রিয় ক্যারেক্টারটি। চার্লি ব্রুকারের এই গল্পটি দেখে আমার মনে হয়েছে এই চরিত্রটির সাথে তোমার খুব যায়। B-)



ফুড আর্টে তোমার ক্রিয়েটিভিটির ইউনিকনেস দেখতে পাচ্ছি। রেটিং ৫ এ ৫.৯৯৯৯... :P

১০| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৪

শায়মা বলেছেন: চার্লি ব্রুকারের এই গল্পটি দেখে আমার মনে হয়েছে এই চরিত্রটির সাথে তোমার খুব যায়। B-)


হায় হায় গেছি!!!!!!!!! এটা আবার চার্লি চ্যাপলিনের টুইন বোন নাতো!!!!! :P

আচ্ছা দেখে নেবো!


রিপোর্ট কার্ডে নাম্বার বসাই ভাইয়া ! আর মাঝে মাঝে দেখি!

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১:১৩

বিপ্লব০০৭ বলেছেন: মাঝে মাঝে এট্টু আমাকেও দেখে যেও। তোমার প্রেজেন্স দারুন টনিকের কাজ দেয় আমার জন্য। B-) এই যে এখন মুড অন হয়ে গেছে। একটা সিরিয়াল দেখতে বসে গেছি।

১১| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ২:৫২

শায়মা বলেছেন: হা হা আচ্ছা ভাইয়া। তবে ইদানিংকালের অনলাইনের ক্লাসের বাচ্চা আমাকে দোযখে নিয়ে যাবার ট্রাই করে। আমি কিছুতেই যাই না তাই যমে মানুষে টানাটানিতে মেজাজ খারাপ থাকে মাঝে মাঝে। তবে হ্যাঁ শর্ত একটাই মেজাজ খারাপ হলেও মন খারাপ হওয়ানো যাইবেক না!!! :)

১২| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেমিক, প্রেমিকা দুইজনেরই সৎসাহস থাকা উচিত নিজেদের প্রেম সম্পর্কে মানুষকে জানানোর ক্ষেত্রে। মিথ্যা বলার চেয়ে চুপ করে থাকা ভালো। আর যেটা মানুষের কাছে প্রকাশ করতে পারবে না সেরকম প্রেম না করাই ভালো। অবশ্য বিখ্যাত ব্যক্তিরা এগুলি থোরাই কেয়ার করে।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৭

মনিরা সুলতানা বলেছেন: মৈত্রেয়ী দেবী কে সমাজ সংসারের ভয়ে একটু কম বলছে মনে হইছে আমার।

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৪

বিপ্লব০০৭ বলেছেন: হ্যাঁ, সেটা সবাই সম্ভবত বুঝতে পেরেছে! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.