নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেরোখাতা

বিপ্লব রহমান

পাহাড়, ঘাস, ফুল, নদী খুব প্রিয়। পেশা সাংবাদিকতা। লিখতে ও পড়তে ভালবাসি। টোটেম গৌতম বুদ্ধ। [email protected] *কপিরাইট ©: লেখক কর্তৃক সংরক্ষিত

বিপ্লব রহমান › বিস্তারিত পোস্টঃ

তাসনিম খলিল...

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

ডেইলি স্টারের সাংবাদিক, ব্লগার তাসনিম খলিলকে মনে আছে? এই তো সেদিন আমাদের দেশপ্রেমিক সেনা বাহিনী একটি লেখার জন্য তাকে তুলে নিয়ে গেলো। এ নিয়ে গণমাধ্যমে বিচ্ছিন্নভাবে চললো ফিসফিসানী। তারপর এক সময় চাপা গেলো মায়াময় মুখের এই কলম সৈনিকের কথা। ...



আজকে ফেসবুকে দেখি তাসনিম নিজেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ এ সম্প্রতি দেওয়া তার ধারাভাষ্যটি আমাকে পাঠিয়েছেন।



তাসনিম খলিলকে ব্যক্তিগতভাবে আমি চিনি না, শুধু তার লেখা ছাড়া। এতোদিন পরে, আবারো তার লেখা পড়ে চমকে উঠলাম। তাহলে, এই শশ্মানপুরীই আমার দেশ!



সুইডেনে স্বপরিবারে রাজনৈতিক আশ্রয় নিতে বাধ্য হওয়া সাংবাদিক তাসনিমের রোমহর্ষক সেই ধারাভাষ্যটি পড়ুন এখানে





সংযুক্ত: তাসনিম খলিল আটক ও মুক্তির বিষয়ে দৃস্টিপাতের পোস্ট।

মন্তব্য ১৩ টি রেটিং +১১/-২

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫১

শফিউল আলম ইমন বলেছেন: অসাধারন....আর্মিরা দেশকে ডোবালো....।
ঘৃণা করি এসব ক্ষমটা লোভী সেনাবাহিনীদের।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

নেমেসিস বলেছেন: +++++

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

তারার হাসি বলেছেন:
কল্পনার ও বাইরে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

কিরিটি রায় বলেছেন: সবে ভান্ড খুলেছ... ফুটুক আরো কত কেচ্ছা বেরুবে????
ধিক্....

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

রকি ভাই বলেছেন: ছি ছি
+

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

ক্যামেরাম্যান বলেছেন: সেদিন বিবিসি'তে খবরটা শুনছিলাম। বিস্তারিত জানা হয় নাই তখন। আপনাকে ধন্যবাদ।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

মুকুল বলেছেন: পড়লাম... ছবিটাও দেখলাম... বর্বোরোচিত... এর চেয়ে বেশি আর কিই বা আর বলতে পারি... :(

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৮

মেহেরুল হাসান সুজন বলেছেন: এই নিষ্ঠুরতা ও বর্বতার জন্য দায়ীদের বিচার দাবি কি আমাকে তাসনীম খলিলের কাতারে দাঁড় করাবে? উত্তর যদি হ্যাঁ হয়, তবুও আমি বিচার চাই।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৭

মাহমুদ মামূন বলেছেন: মেহেরুল হাসান সুজন বলেছেন: এই নিষ্ঠুরতা ও বর্বতার জন্য দায়ীদের বিচার দাবি কি আমাকে তাসনীম খলিলের কাতারে দাঁড় করাবে? উত্তর যদি হ্যাঁ হয়, তবুও আমি বিচার চাই।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৪

লাল পিপড়া বলেছেন: মাহমুদ মামূন বলেছেন: মেহেরুল হাসান সুজন বলেছেন: এই নিষ্ঠুরতা ও বর্বতার জন্য দায়ীদের বিচার দাবি কি আমাকে তাসনীম খলিলের কাতারে দাঁড় করাবে? উত্তর যদি হ্যাঁ হয়, তবুও আমি বিচার চাই।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৯

মুক্তকথা বলেছেন: লাল পিপড়া বলেছেন: মাহমুদ মামূন বলেছেন: মেহেরুল হাসান সুজন বলেছেন: এই নিষ্ঠুরতা ও বর্বতার জন্য দায়ীদের বিচার দাবি কি আমাকে তাসনীম খলিলের কাতারে দাঁড় করাবে? উত্তর যদি হ্যাঁ হয়, তবুও আমি বিচার চাই।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

বিপ্লব রহমান বলেছেন: সবাইকে ধন্যবাদ।

১৩| ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:২৬

নাজনীন খলিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ।আমি কৃতজ্ঞ আপনার কাছে। তাসনীম খলিল আমার ছেলে। আজকেই তারেক টুকুর একটি লেখার সূত্র ধরে এই লেখাটির কথা জানতে পারি। আপনার জন্য অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.