![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুপে চুপে দেশে এইরকম একটা কালাকানুন পাশ হয়ে গেল কিন্তু বাংলা ব্লগোস্ফিয়ার আশ্চর্যরকম শান্ত! ফেসবুকেও তেমন কিছু চোখে পড়ছেনা কেন? আমাদের যোদ্ধা ব্লগার ভাইয়েরা কই? ব্লগের একটা কমেন্ট কিংবা ফেসবুকের একটা পোস্টের জন্য যদি আমাকে যাবজ্জীবন জেল খাটতে হয় তাহলে কোথায় যাবো?
প্রথম আলোতে এসেছে, "আপনি রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী কাজ করলে যাবজ্জীবন দণ্ড পাবেন। সহায়তা দিলেও একই শাস্তি। কিন্তু বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস করলে মৃত্যুদণ্ড।" এটা কেমন আইন? আমাদের সাইবার যোদ্ধারা কি তাহলে বিদেশী ওয়েবসাইট হ্যাক করার জন্য মৃত্যুদণ্ড পাবে? কারন অনেকেই বলতে পারে বিদেশী ওয়েবসাইট হ্যাকিং বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস!
প্রথম আলো-
বাংলাদেশের জন্য ‘গণবিধ্বংসী অস্ত্র’!
তড়িঘড়ি আইন সংশোধন হয়রানির আশঙ্কা
Daily Star
Anti-terrorism law
মডু ভায়া পোস্ট ডিলিট করিয়েন না প্লিজ!
১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:৩১
বিপ্লব06 বলেছেন: সুশীল, আওয়ামী, বাম, ডান, ছাগু, হিজবুতি সবাই তো বেঘোরে মারা পড়বে। কমেন্ট/ব্লগ/ফেবু পোস্ট সরকারের মনমতো না হলেই তো আমরা বলির পাঠা হবো। কেউ কথা বলছে না কেন? নাকি ভয়ে সবাই হাতে চুড়ি পড়ে ঘোমটা দিয়েছে।
২| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:০৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: সন্ত্রাসের ধরন বুঝে মনে হয় মৃত্যুদণ্ড দেয়া হবে ,লাইক বোমা হামলা টাইপ কিছু। এটা আমার একটা ধারণা - সেটা ভুলও হতে পারে!
১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৭
বিপ্লব06 বলেছেন: সন্ত্রাসের কোনো ডেফিনিশন এই আইনটাতে দেয়া আছে কিনা আমার জানা নেই। এটা দেখেছেন? "আপনি রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী কাজ করলে যাবজ্জীবন দণ্ড পাবেন। সহায়তা দিলেও একই শাস্তি। কিন্তু বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস করলে মৃত্যুদণ্ড।" আপনি রাগের মাথায় সরকারকে একটা স্টাটাস দিয়ে বসলেন এর জন্য কি আপনার জেল হওয়া উচিত?
ধন্যবাদ মাসুম ভাই :#>
৩| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:১১
মোমের মানুষ বলেছেন: ইকবাল পারভেজ বলেছেন: ব্লগীয় সুশীল ওরফে আওয়ামী বামরাও চুপ, সব শালারা আম্লীগের দালালে পরিনত হইছে|
ভারতের বিরুদ্বে কিছু লিখলে যাবজ্জীবন??
পাকিস্হানের বিরুদ্বে কিছু লিখলে যাবজ্জীবন??
সরকারের সমালোচনা করলে জেল ??
জয় আওয়ামীলীগ!!
১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৯
বিপ্লব06 বলেছেন: গালাগালি না করে আসুন সবাই একজোট হই। কারন সুশীল, আওয়ামী, বাম, ডান, ছাগু, হিজবুতি সবারই কপালে খারাবি আছে।
৪| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:৩২
হুমায়ুন তোরাব বলেছেন: মোমের মানুষ বলেছেন: ইকবাল পারভেজ বলেছেন: ব্লগীয় সুশীল ওরফে আওয়ামী বামরাও চুপ, সব শালারা আম্লীগের দালালে পরিনত হইছে|
ভারতের বিরুদ্বে কিছু লিখলে যাবজ্জীবন??
পাকিস্হানের বিরুদ্বে কিছু লিখলে যাবজ্জীবন??
সরকারের সমালোচনা করলে জেল ??
জয় আওয়ামীলীগ!!
১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:৪১
বিপ্লব06 বলেছেন: বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন আওয়ামীলীগের ব্লগারা যে পু*ু মারা খাবে না তার কে গ্যারান্টি দিবে?
৫| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৬
ইলুসন বলেছেন: উপরে দেখলাম কয়েকজন আওয়ামী ব্লগারদের গালাগালি দিতেছে, তারা নিজেরাও তো ব্লগিং করে, তারা কেন এটা নিয়ে পোস্ট দিচ্ছে না জানতে ইচ্ছা করে! আওয়ামীলীগ আর বিএনপি আজীবন একদল আরেকদলকে গালি দিয়েই গেল, গঠনমূলক সমালোচনা কোনদিন দেখলাম না।
১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:৪১
বিপ্লব06 বলেছেন: গালাগালি না করে আসুন সবাই একজোট হই।
৬| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৯
আমি কবি নই বলেছেন: একটা সময় যখন বিরোধী দলকে দমন করা হচ্ছিল তখন কোনো একটা পোষ্টে এর বিরোধীতা করে বলেছিলাম যে আজকে বিরোধীদল কালকে কিন্তু আমরা সাধারন জনগনকেও দমন, নিপীড়ন করে হবে। তখন সরকার সমর্থক কিছু ভাইরা এর নিন্দা করেছিলেন। অল্প কয়েক মাসের মাথাই তা সত্য হয়ে গেলো !!!! এখন আর কোন কিছুর প্রতিবাদ করা যাবেনা, সুন্দরবন ধ্বংস হলেও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধেও কিছু বলা যাবেনা। সব কিছু নষ্টদের অধিকারে অবশেষে চলেই গেলো।
১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৮
বিপ্লব06 বলেছেন: আমাদের একজোট হওয়া জরুরী দরকার,
৭| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:০৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে বাংলাদেশে আইন শুধু তো বইয়ের মাঝে ঘুমায়, প্রতিফলন হতে তো দেখি না -
আছ কেমন?
১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:৩২
বিপ্লব06 বলেছেন: বইয়ের মাঝে ঘুমালে তো সমস্যা নাই, সমস্যা টা হলো যখন আইনটার যখন আবিউজ হয়।
ভালোই আছি। কলেজ ছুটি আছে, প্লানিং টু ডাইভ ইনটু ওয়ার্ক!
৮| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪১
জাহাজ ব্যাপারী বলেছেন: এর রাজনৈতিক উদ্দেশ্যে ছাড়াও পুলিশের টু-পাইস কামানোর আরেকটি বন্দোবস্তো হয়ে গেল!
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৫১
বিপ্লব06 বলেছেন: আফসোসের ব্যাপার হলো সামু এ ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করার সিদ্ধান্ত নিয়েছে। আলতু ফালতো কিছু পোস্ট নির্বাচিত পাতায় জায়গা পেলেও এ সংক্রান্ত কোনো পোস্ট জায়গা পেলো না। সামুর পোষা বেড়ালের মত আচরন দেখে আমারই লজ্জা লাগে।
ধন্যবাদ
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: সবদেশেই এইরকম দুই চাইরটা আইন থাকে যেগুলান পাগল ছাগলে বানায়। আমেরিকায় যেমন কিছু কিছু জায়গায় পলিগ্যামী বৈধ করন, ইয়েমেনে ১৪ বছরের মাইয়ার তালাক না দেওনের অধিকার, মিডলঈস্টের হুদুদ আইন আরও মেলা।
তো এইসব ব্যাপার না
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫
বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ উদাসী স্বপ্ন
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:০৮
ইকবাল পারভেজ বলেছেন: ব্লগীয় সুশীল ওরফে আওয়ামী বামরাও চুপ, সব শালারা আম্লীগের দালালে পরিনত হইছে|
ভারতের বিরুদ্বে কিছু লিখলে যাবজ্জীবন??
পাকিস্হানের বিরুদ্বে কিছু লিখলে যাবজ্জীবন??
সরকারের সমালোচনা করলে জেল ??
জয় আওয়ামীলীগ!!