নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CAUTIOUSLY OPTIMISTIC

বিপ্লব06

এই ব্লগের সকল লেখার স্বত্ত্ব লেখকের।

বিপ্লব06 › বিস্তারিত পোস্টঃ

আমার বাপে ক্যামনে আমার মাথা থেইকা কবিতার ভুত ছাড়াইল :(( :(( :(( :((

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

তখন ক্লাস সিক্স এ কি সেভেন এ পরতাম। ক্লাসের বই ছাড়া অন্যান্য যে কোনো বইয়ের প্রতি ছিল আমার তুমুল আগ্রহ। যার বাসায় মেহমান যাইতাম তাদের সব পুরাতন বইয়ের বান্ডিল খুলে পড়ার বই বাইর করে পড়তাম। একবার এরকম অনুসন্ধান করতে করতে আমি একজনের বান্ডিল থেকে গুপ্তধনও বের করে ফেলেছিলাম :P :P :P :P



যাহোক আসল কথায় আসি। ষেই সময় আমাদের এলাকায় কিশোর কন্ঠ মানে একটি মাসিক পত্রিকা পাওয়া যেত। অনেক সুন্দর সুন্দর বিভাগ ছিল যেমন হাসির বাকসো, মোরা বড় হতে চাই, কবিতা, ছোটগল্প, কিশোর উপন্যাস ইত্যাদি। মাঝে মাঝে ধারাবাহিক উপন্যাসও থাকতো। কবিতা গুলো অধিকাংশই ছিল ছড়া টাইপ। আর পাঠকদের লেখা পাঠাবার ব্যাবস্থাও ছিল। এই ছড়াগুলো পড়তে পড়তে মনে হলো আরে, আমিও তো লিখে পাঠাতে পারি আমিও লেখক হতে পারি। এভাবে একটা ছড়া লিখে আমি এতটাই সিরিয়াস হয়ে গিয়েছিলাম যে আমি কিভাবে বই ছাপাবো তাও প্রায় ফাইনাল করে ফেলেছিলাম।



এবার তো ছড়া পাঠাবার পালা ;);) তখন দুইটাকা দিয়ে পোষ্ট অফিসের হলুদ খাম পাওয়া যেত। কামে ঠিকানা লিখে, কবিতা ভরে, থুথু দিয়ে খাম বন্ধ করে দুরু দুরু বুকে পোস্ট অফিসে গেলাম। প্রথম চিঠি বলে কথা!!! পোস্ট মাস্টার আংকেল আবার আমাদের গ্রামের। আমাকে আর আমার আব্বাকে ভালোভাবে চেনে। উনি আমাকে বললেন শুধু হলুদ খামটায় করে পাঠালে চিঠি যাবে কিনা কোনো গ্যারান্টি নাই। রেজিষ্ট্রি করে পাঠালেই কেবল নিশ্চিত হওয়া যাবে। আর রেজিষ্ট্রি করতে ছয়টাকা লাগবে। আমার কাছে তো আর ছয়টাকা ছিলনা। চুপচাপ সেদিনকার মত ক্ষ্যান্ত দিতে হলো। পরদিন সকালে আব্বার পকেট থেকে গুনে গুনে ছয়টাকা হাপিশ করে দিলাম। তারপর পোস্ট অফিসে গিয়ে চিঠি ফুড়ুৎ করে পাঠিয়ে দিলাম। পোস্ট মাস্টার আংকেল আমাকে একখান রিসিট ও দিলেন ঠিকানা সহকারে।



তার পরদিন আবিস্কার করলাম ঠিকানা ভুল করিয়া বসিয়া আছি :(( :(( :(( :((

আসল ঠিকানা ছিল ৬০/সি, পুরানা পল্টন, ঢাকা-১০০০। এখনো মনে আছে!!! আমি আবুল ১০০০ না লিখে ১১০০ লিখে বসে আছি। কি যে দুঃখ পাইছিলাম।



এরমধ্যে আবার কাহীনি ঘটিয়া গিয়াছে। আমার আম্মা যে কাপড় ধুইতে যাইয়া আমার পকেট হাতায় এইটাতো আমার জানা ছিল না। আমার আম্মা রিসিট পাইয়া এভিডেন্স মনে করে আমার আব্বার কাছে চালান করে দিছে। :(( :(( :(( :((



ঐদিন সন্ধায় আমার আব্বা আমাকে রিমান্ডে নিল পাক্কা তিরিশ মিনিটের জন্য। প্রথম পাঁচ মিনিট তুমুল মাইর B-)) B-)) B-))

তারপরের পনের মিনিট জিগ্গাসাবাদ।

আমার আব্বা মনে করেছিল যে আমি ফের কোনো মাইয়াপাইনের কাছে চিঠিপত্র পাঠাই নাকি :P :P :P :P

এরপর চোখের জল নাকের জল এক করে এই শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পাই যে জীবনে আর আর কুনোদিন চিঠি পাঠাবো না। এরপর থেকে আর কুনোদিন কাউকে চিঠি পাঠাই নাই।

আর সেইরাত থেকেই কবিতার সাথে আমার ছাড়াছাড়ি।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০০

Eisenheim বলেছেন: নাহ! ইহা বড়ই অন্যায়। বাংলা সাহিত্যের জগত থেকে এক উঠতি কাব্য প্রতিভার এমন অপমৃত্যু কিছুতেই মানতে পারলাম না :|| :|

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

বিপ্লব06 বলেছেন: বে-শক!!!

রবীন্দ্রনাথের মত লোক ছিল আমার কাছে নস্যি!!!
কারন তেনার মত লোকের তের বছর লেগেছিল প্রথম কবিতা ছাপাইতে!!
আর আমি???
১১-১২ বছর(যদিও আমারটা ছাপে নাই :P :P :P :P )

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২১

বোধহীন স্বপ্ন বলেছেন: আপনার কাহিনী পড়িয়া বড়ই বেদনাপ্লুত হইলাম। আপনার স্বভাবের সাথে আমার খুব মিল।

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

বিপ্লব06 বলেছেন: আসেন দুইজনে মিলে গলাগলি করি!!!
জাস্ট ক্যাজ্যুয়াল গলাগলি নো কু-মতলব :P :P :P :P

৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার আব্বা মনে করেছিল যে আমি ফের কোনো মাইয়াপাইনের কাছে চিঠিপত্র পাঠাই নাকি

=p~ =p~ =p~

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

বিপ্লব06 বলেছেন: হ্যা ম্যান।
আমারে রিমান্ডে নিয়া জিগায় আর কই কই চিঠি পাঠাইছিস তারাতারি ক। (আমার বন্ধুমহলের কয়েকজন এরই মধ্যে চিঠি নিয়া স্ক্যান্ডালের শিকার হইয়া গেছিল কিনা!!!)
আমি কাইন্দা কাইন্দা :(( :(( :(( কইছি আর কোথাও না আব্বা।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: :(

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

বিপ্লব06 বলেছেন: এরপর থেকে আর কুনোদিন কাউকে চিঠি পাঠাই নাই। :(( :(( :((

৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অন্যকাউকে চিঠি না পাঠানোই ভাল।


২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪

বিপ্লব06 বলেছেন: কথা সত্য!!!

৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

মামুন রশিদ বলেছেন: ভালো হইছে, দেশ ও জাতি বাঁইচ্যা গেছে । কিশোর কন্ঠের মত শিবিরিয় পত্রিকায় কবিতা ছাপালে এত দিনে ব্রেনওয়াশ হয়ে আপনি 'কবি কাশেম বিন আবুবক্কর' হইয়া যাইতেন ;) :P

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৭

বিপ্লব06 বলেছেন: ঐটা যে শিবিরিয় ছিল তখন বুঝতে পারি নাই। যখন বুঝলাম টখন কারেন্ট ওয়ার্ল্ড, রহস্য পত্রিকা অলটারনাটিভ হিসেবে পাইয়া গেছিলাম। তার ও কিছুদিন পর যখন মাসুদ রানা পাইলাম তখন কি আর ঐসবের টাইম আছে!!

গুপ্তধন পাইয়া গেছি না!!!

৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

ভিটামিন সি বলেছেন: মাইরে ভাইটামিন আছে।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮

বিপ্লব06 বলেছেন: ভিটামিন সি আইডি দিয়া আবার ভাইটামিন ভাইটামিন করেন ক্যা B-)) B-)) B-)) :P :P

৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

লিংকন১১৫ বলেছেন: :) :D B-) ;) :( :((

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯

বিপ্লব06 বলেছেন: :!> :!> :!> :!> :#> :#> :#> :#>

৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬

উদাস কিশোর বলেছেন: আহারে !
একজন কবি অঙ্কুরেই মরে গেল :P

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯

বিপ্লব06 বলেছেন: আপচুস্ :P :P :P :P

১০| ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১

আদম_ বলেছেন: গভীর ভাবে ভেবে দেখুন........কিভাবে প্রতিভাগুলোকে জুতাডলা করে দেই আমরা। অন্যরা মজা পেলেও আমি অত্যন্ত দু:ক্খ বোধ করছি।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১

বিপ্লব06 বলেছেন: কথা সত্য।

কিন্ত আমি মনে করি এতে আমার জন্য ভালই হয়েছে।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আহারে বেচারা :(

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৩

বিপ্লব06 বলেছেন: আপনার তো দুঃখিত হবারই কথা!!!
ঐ ঘটনা টা না হলে আপনি একজন মহাকবির সাথে বসে চা খেতেন B-)) B-)) B-)) B-)) :P

১২| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০

না পারভীন বলেছেন: আহারে |-) =p~

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬

বিপ্লব06 বলেছেন: আহারে

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬

আমি অথবা অন্য কেউ বলেছেন: বেচারা, আহমেদ আরিফ নামের একজনের কথা মনে পড়ে আপনের লেখা পড়িলে

১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৩

বিপ্লব06 বলেছেন: নামটা চিনা চিনা লাগে কেনু?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.