![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোসাদ!!! ভয়ংকর একটি নাম। অনেক গল্প অনেক কন্সপীরেসী বাজারে চালু আছে এই নামটির সাথে। বর্তমানে বিশ্বে কোনো খারাপ কিছু ঘটলেই তদেরকে দোষারোপ করা হয়। অবশ্য এর কারন ও আছে। মোসাদ অনেকগুলো রাজনৈটিক হত্যাকান্ড ঘটিয়েছে অনেক ঘটনার পেছনে কলকাঠি নেড়েছে। এমনকি ৯/১১ এর পেছনেও তাদের হাত আছে বলে ধারনা করা হয়। বইটির সবচেয়ে বড় একটি নীতিকথা হলো তারা মনে করে তাদের কোনো বন্ধুনেই। আমাদের প্রতীবেশী ভারতের "র"ও মোসাদের আদলেই গড়া।
ভিক্টর অস্ত্রভস্কি নামক একজন কানাডীয়ান বংশোদ্ভুত সাবেক একজন মোসাদ এজেন্ট এই বইটি লিখেছেন। তিনি এখন পেশায় একজন দাক্তার। এই বইটি নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার একটি বই। ইন্টেলিজেন্স এজেন্সিগুলো অনেক ধরনের আকাম করে নাম কামালেও এরকম খুব কম সময়েই দেখা গেছে যে তারা লিগ্যালি কোন বইয়ের পাবলিকেশন বন্ধ করতে গিয়ে হেরে গিয়েছে। কিন্তু বাই ওয়ে অফ ডিসিপশান: দি মেকিং এন্ড আনমেকিং অফ এ মোসাদ অফিসার বইটির প্রকাশনা আইনগতভাবে মোসাদ বন্ধ করতে চেয়েও পারেনি। উল্টা পাবলিসিটি বাড়িয়ে নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার বানিয়ে দিয়েছে।
বইটি মুলতঃ তিন ভাগে বিভক্ত। প্রথম ভাগটি মোট পাঁচটি ভাগে বিভক্ত। এখানে কিভাবে মোসাদ তাকে রিক্রুট করলো, ট্রেইনিং এবং রুকি হিসেবে সে কিভাবে কাজ করেছে তার ডিটেইল বর্ণনা দেওয়া আছে। এই সেকশনটি বেশ মজার। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে এতে।
PART I CADET 16
1 Recruitment
2 School Days
3 Freshmen
4 Sophomores
5 Rookies
আর দ্বিতীয় ভাগটিতে মোসাদের অরগ্যানাইজেশনাল ইনফরমেশনগুলো ডিটেইল ভাবে বর্ণনা করা আছে।
PART II INSIDE AND OUT
6 The Belgian Table
7 Hairpiece
8 Hail and Farewell
শেষের অংশটুকুতে লেখক কিছু মারাত্বক ঘটনার বিবরন দিয়েছেন। অনেকে আৎকেও উঠতে পারেন।
PART III BY WAY OF DECEPTION
9 Strella
10 Carlos
11 Exocet
12 Checkmate
13 Helping Arafat
14 Only in America
15 Operation Moses
16 Harbor Insurance
17 Beirut
এই বইটিতে লেখক দাবি করেছেন যে, ১৯৮৩ সালের বৈরুত ট্রাক বম্বিং এর তথ্য মোসাদের কাছে আগে থেকেই ছিল। তারা তাদের ইনফরম্যান্টদের কাছ থেকে আগাম তথ্য পেয়েছিল কিন্তু আমেরিকানদের কাছে ফাঁস করেনি। উল্লেখ্য যে এই ঘটনায় ২৪১ জন আমেরিকান মারা যায়। বইটিতে ইসরায়েলের পরমানু কর্মসূচী সম্পর্কেও ইনফরমেশন আছে। এছাড়াও কিছু এসাসিনেশন (ফেইলড এন্ড সাকসেসফুল) এটেম্পটের ইনফো ও আছে।
***কারো বইটি লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৬
বিপ্লব06 বলেছেন: মোসাদ চোখধাধানো কিছু অপারেশন দিয়ে সারা বিশ্বের নজড় কেড়েছে।
অবশ্যই!! শুধু আপনার জন্য মিডিয়াফায়ার এ অ্যাকাউন্ট খুললাম।লিংক
২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
আত্মমগ্ন আিম বলেছেন: আমি বইটি পড়তে চাই। কোথায় কিনতে পাব??
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪
বিপ্লব06 বলেছেন: কিনতে চাইলে আমাজন থেকে কিনতে পারেন
অথবা এক নম্বর কমেন্টের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮
আছিফুর রহমান বলেছেন: বইটি কি নীলক্ষেতে পাওয়া যাইবে
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৫
বিপ্লব06 বলেছেন: মনে হয় না। এক নম্বর কমেন্টের লিংক ফলো করেন
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭
অদিব বলেছেন: মোসাদের ভয়ংকর এক অপারেশন নিয়ে স্পিলবার্গ তার 'মিউনিখ' চলচ্চিত্রটি নির্মান করেছেলেন। মিউনিখ অলিম্পিকে ফিলিস্থিনী হামলাকারীদের তারা খুঁজে খুঁজে হত্যা করে খুব গোপনে। যদিও মুভিতে অনেকটা ইসরাইলের সাফাই গেয়েছেন চলচ্চিত্রকার তবুও মোসাদের গুপ্তহত্যা সম্পর্কে এখানে ধারণা পাওয়া যায়। মোসাদ নিজেই এক ভয়ংকর সন্ত্রাসী সংস্থা!
বইটি পড়া হয়নি। পিডিএফ লিংকটি শেয়ার করলে সুবিধা হত।
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০০
বিপ্লব06 বলেছেন: তবে তাদের কিছু Embarrassment ও আছে। সেটা নিয়ে লেখা একটা বইয়ের রিভিউ লিখব আরেকদিন।
লিংক
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১
বিপ্লব06 বলেছেন: হ্যাপী টু হেল্প
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: মুসাদ নিয়া খুব একটা জানাশুনা নাই, ডাউনলোড করে রাখমু! সময় সুযোগ পাইলে চোখ বুলামু
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
বিপ্লব06 বলেছেন: দারুন একটা বই মাসুম ভাই। মোসাদের অরগানাইজেশনাল স্ট্রাকচার পুরোটা আছে।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬
ইসতিয়াক অয়ন বলেছেন: ওব্বাই !!!
ডাউনলোডে দিলাম __
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭
বিপ্লব06 বলেছেন: আশা করছি ভালো লাগবে
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
সকাল রয় বলেছেন:
দারুন জিনিস দিছেন
লিংকের জন্য ধন্যবাদ
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
বিপ্লব06 বলেছেন: ওয়েলকাম সকাল রয়।
হ্যাপী টু হেল্প।
আমার ব্লগ ভিজিট করার জন্য ধন্যবাদ
৯| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর! রিভিউটা পড়ে বইটা পড়া দরকার মনে হল।
আপনার দেয়া বইটা নামালাম। পড়বো।
ধন্যবাদ
০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৩
বিপ্লব06 বলেছেন: আপনার কাজে লাগলো শুনে খুশি হলাম।
আসলেই অনেক ইন্টারেস্টিং ইনফো আছে বইটিতে।
আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮
মামুন রশিদ বলেছেন: মোসাদের কিছু রোমহর্ষক অপারেশন পড়েছিলাম । এই বইয়ের লিংক কি পাওয়া যাবে ?