নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CAUTIOUSLY OPTIMISTIC

বিপ্লব06

এই ব্লগের সকল লেখার স্বত্ত্ব লেখকের।

বিপ্লব06 › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ: দ্য কমান্ড: ডীপ ইনসাইড দি প্রেসিডেন্টস সিক্রেট আর্মি

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮

সীল টীম সিক্স!!! পাকিস্তানের অ্যাবোটাবাদে যখন ওসামা বিন লাদেন কে হত্যা করা হয় তখন এই নামটা সারা বিশ্বে পরিচিত হয়ে ওঠে। বারাক ওবামা নিজে ঘোষণা করেন যে তার ডিরেক্ট অর্ডারে এটা করা হয়েছে এবং তিনি এর ফুল ক্রেডিট দাবি করেন প্রেসিডেন্ট হিসেবে। স্বাভাবিকভাবেই ভাবেই আগ্রহ জন্মাবে সীল টীম সিক্স টা আসলে কি?



যতদূর জানা যায়, Joint Special Operations Command (JSOC) হলো আমেরিকার প্রেসিডেন্টের ডান হাত। এই কমান্ড থেকে স্পেশাল অপারেশনগুলো পরিচালনা করা হয়, যেটি সরাসরি প্রেসিডেন্টের কমান্ডের অধীন। ক্লানডেস্টাইন অপারেশংুলো এর মাধ্যমেই পরিচালনা করা হয়। আর সীল টীম সিক্স হলো JSOC এর অধীনে। এই সীল টীমকে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ংকর কমান্ডো ফোর্স হিসেবে গন্য করা হয়।



দ্য কমান্ড: ডীপ ইনসাইড দি প্রেসিডেন্টস সিক্রেট আর্মি বইটিতে লেখকদ্বয় খুব সুন্দরভাবে JSOC এর ইতিহাস তুলে ধরেছেন। একেবারে জন্ম থেকে কিভাবে সংগঠনটি গড়ে উঠেছে , পাওয়ার স্ট্রাগল, লীগাল প্ড়বলেম, বাজেট, সিনেট হিয়ারিং বিশদভাবে বর্ণনা করা আছে। একথাও বলা হয়ে থাকে যে, আমেরিকার মিলিটারি ইন্টারভেনশনগুলো যে কাজটা করতে পারেনি তার অনেক বেশি করেছে এই সীক্রেট সংগঠনটি। এরা এনীমী লাইনের পেছনে চুপিচুপি অপারেশন চালায়।



এই বইটিতে অনেক মিত্র রাষ্ট্রের ভেতরে অপারেশনের ব্যাপারটিও উঠে এসেছে যা আমেরিকাকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল। সংগঠনটির ব্লাক বাজেট থেকে শুরু করে স্ট্রাকচারের তথ্যও এই বইটিতে আছে। এছাড়া ইন্টেল কালেকশন এর বিভিন্ন মাধ্যমও লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন। আজিব কিছু টার্মও লেখকরা এনেছেন বইটিতে যেমন,

document exploitation(DOCEX)

Naval Special Warfare Development Group(DEVGRU)

Imagery Intelligence(IMGINT)

Signal Intelligence(SIGINT)

Human Intelligence(HUMINT)



***MATCHBOX- Intense interrogation.



কয়েকটি অপারেশনের লিংক আপনারা পেতে পারেন এখানে





খারো ভালো লাগলে বইটি পড়তে পারেন। অনেক ভালো একটি বই।



বইটি থেকে দুটো কোট দিয়ে শেষ করবো।



"JSOC is also a key part of the classified contingency plans to preserve the U.S. civilian government in the event of a coup from the military or anyone else."





"Operators from Delta Force and SEAL Team Six infiltrated China with the CIA and mapped the locations of Chinese satellite transmission facilities in the event that the United States ever needed to disable them. On more than one occasion, they’ve engaged Iranian troops on Iranian soil."



SOURCE: Ambinder, Marc; Grady, D. B. (2012-02-07). The Command: Deep Inside the President's Secret Army (Kindle Single) (Kindle Locations 214-216). John Wiley and Sons. Kindle Edition.



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

অথৈ সাগর বলেছেন:
ধন্যবাদ । বইটা কি পিডিএফ ভার্সন আছে ?

৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

বিপ্লব06 বলেছেন: ঠিক জানি না। খুজে দেখতে পারেন। ধন্যবাদ

২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

গোয়েন্দাপ্রধান বলেছেন: কিন্তু সোমালিয়ায় কয়েক মাস আগে গিয়ে ঠিকই লাথি খেয়ে জান নিয়ে পালিয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

বিপ্লব06 বলেছেন: তাদেরও ব্যার্থতা আছে। ১৯৭৯ এ ইরানের হোস্টেজ রেস্কিউ অপারেশনেও এরা লেজেগোবড়ে করে ফেলেছিল। কিন্তু তারপরেও এরা সেরাদের সেরা।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

মধু নদীর জোলা বলেছেন: ++++

৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ পিলাচের জইন্যে B-) B-) B-)

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

রিভানুলো বলেছেন: বইটি পড়তে হবে দেখা যায় ।

৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

বিপ্লব06 বলেছেন: অবশ্যই পাঠ্য। বইটির কিন্ডল ভার্সনের লিংক। ঔনলি $২.৯৯।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

পাঠক১৯৭১ বলেছেন: বই রিভিউ করতে হয় সামাজিক বই, মানুষের জীবনের ুপর লেখা বই; যে বই আপনি রিভিউ করছেন, ঐ রকম লাখ বই আছে, কয়টা রিভিউ করবেন? সময় নস্ট!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৭

বিপ্লব06 বলেছেন: কমেন্টটা পড়ে কি ফীল করবো বুঝতে পারছি না। গঠনমূলক সমালোচনাকে আমি ওয়েলকাম জানাই বাট.....

আপনার কাছ থেকেই প্রথম শুনলাম "ই রিভিউ করতে হয় সামাজিক বই, মানুষের জীবনের উপর লেখা বই" B-)) B-)) B-))
যে কটা পড়ে ভালো লাগবে, যে কটা পারবো করবো। আর বই রিভিউ করা আমার পেশাও না সে সব শেষ করতে হবে।

সময় নষ্ট বললেন কেন বুঝলাম না। বইয়ের সাথে সময় কাটানো সময় কিভাবে নষ্ট হয় তা আমার ছোট মাথায় আসছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.